সংবাদদাতা, ঝাড়গ্রাম : দুয়ারে সরকারের পর জঙ্গলমহলে দুয়ারে ডাক্তার। গ্রামের মানুষ ভীষণই খুশি। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রগড়া সিআরডি হাইস্কুলে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতি ঝাড়গ্রাম জেলা সহযোগিতায় দুয়ারে ডাক্তার কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন-‘প্যাডেল’-এ মজেছেন রোনাল্ডো
এদিন সকাল থেকেই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে ওই এলাকার বহু মানুষ শামিল হয়েছিলেন। কলকাতার পিজি হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার এসে রোগী দেখেন। তাঁদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ, জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউত, পঞ্চায়েত সমিতির সদস্য কল্পনা দে, গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান পঞ্চানন দাস-সহ প্রমুখ। রোগী দিলীপ মান্না ও মিহির বারিকরা জানান, পরিষেবা যথেষ্ট ভাল পাচ্ছি। এর জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাস বলেন, প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচির ঘোষণা করেছেন। সেই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।