হাংঝাউ, ১৮ সেপ্টেম্বর : এশিয়ান গেমসের উদ্বোধনে আতশবাজি প্রদর্শনী চিরাচরিত প্রথা বলে চলে এসেছে এতদিন। কিন্তু এবার সেই প্রথা ভাঙছে। চিনের হাংঝাউতে ২৩ সেপ্টেম্বর এশিয়াডের উদ্বোধন। কিন্তু এবার সেখানে আতশবাজির ব্যাপার থাকছে না।
আরও পড়ুন-কুৎসার জবাব হল এই থাপ্পড় : সানি
শুধু এশিয়াড বলে নয়, বিশ্বের সমস্ত বড় টুর্নামেন্টেই বাজি প্রদর্শনী পরিচিত দৃশ্য। কিন্তু গেমসের উদ্বোধনের জেনারেল ডিরেক্টর শা জাওলান জানিয়েছেন, হাংঝাউ এশিয়ান গেমসে এতদিনের প্রচলিত রীতি ভাঙতে চলেছে। এবার কোনও আতশবাজির প্রদর্শনী হবে না। এই ইভেন্ট আয়োজনে গ্রিন ফিলোজফির সাহায্য নেওয়া হবে। আমরা যতটা সম্ভব কার্বন কমানোর চেষ্টা করব। তার জন্য এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন-বক্সা পাহাড়ে ধস, চলছে উদ্ধারকাজ
এর পিছনে বড় কারণও রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের ২৭ শতাংশ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় চিনে। ২০৬০-এর মধ্যে এই পরিসংখ্যানকে শূন্যতে নামানোর কথা বলা হয়েছে। তবে আতশবাজি না থাকলেও হাংঝাউ গেমসের উদ্বোধনে টেকনোলজি ও ভিজ্যুয়াল এফেক্টসের ব্যবহার হবে। তাতে মানুষ, সৌন্দর্য ও আবেগের বিষয় তুলে ধরা হবে।