কুৎসার জবাব হল এই থাপ্পড় : সানি

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। আর তাতেই চক্রান্তের গন্ধ পেয়েছিলেন কিছু পাক সমর্থক

Must read

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। আর তাতেই চক্রান্তের গন্ধ পেয়েছিলেন কিছু পাক সমর্থক। বলা হয়েছিল, পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতেই শ্রীলঙ্কাকে ম্যাচ ছেড়ে দিয়েছে ভারতীয় দল। যদিও সেদিন ম্যাচটা জিতেছিল ভারত-ই। রোহিত শর্মারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতেই সেই কুৎসার পাল্টা দিলেন সুনীল গাভাসকর।

আরও পড়ুন-বক্সা পাহাড়ে ধস, চলছে উদ্ধারকাজ

ক্ষিপ্ত সানির বক্তব্য, পশ্চিম সীমান্তের ওপারের যাঁরা বলেছিলেন পাকিস্তানকে ছিটকে দেওয়ার জন্য ভারত ইচ্ছাকৃতভাবে শ্রীলঙ্কার কাছে হেরে যাবে, তাঁদের গালে কষিয়ে থাপ্পড় পড়ল। সেদিন ২১৩ রানে অলআউট হয়েও ভারত কিন্তু জিতেছিল। এই মূর্খ লোকগুলো কি এটা বোঝে না যে, শ্রীলঙ্কার কাছে ভারত হেরে গেলে, তারপর পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিত আর ভারত বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেত, তাহলে ভারতই ফাইনালে উঠতে পারত না।

আরও পড়ুন-নার্সিংহোমে শিশু বদল, গ্রেফতার নার্সিং স্টাফ

এখানেই না থেমে গাভাসকরের খোঁচা, শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ার পরে আমি ভেবেছিলাম, ওরা আবার আমাদেরকেই দায়ী করবে। বলবে ভারতের ষড়যন্ত্রের জন্যই পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে উঠতে পারল না। কিন্তু ওরা সেদিন বাবর আজমের সমালোচনা করতে এতটাই ব্যস্ত ছিল যে, ভারতের কথা সম্ভবত ভুলে গিয়েছিল।

Latest article