বক্সা পাহাড়ে ধস, চলছে উদ্ধারকাজ

গ্রামে যাওয়ার একমাত্র দুর্গম বেহাল রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। ওই বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি উঠছে ওই গ্রাম থেকে।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : বক্সা পাহাড়ে ধস। বিচ্ছিন্ন আদমা গ্রাম। ভোগান্তির শিকার বাসিন্দারা। প্রশাসনের তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের আদমা গ্রাম কার্যত বিচ্ছিন্ন। রাজ্যের অন্তর্গত হলেও যোগাযোগ ব্যবস্থা একেবারেই বেহাল। দুর্গম পাহাড়ি পথে গ্রামবাসীদের প্রাণের ঝুঁকি নিয়ে জীবন- জীবিকার জন্য শহরে আসতে হয় সেই গ্রামের বাসিন্দাদের।

আরও পড়ুন-নার্সিংহোমে শিশু বদল, গ্রেফতার নার্সিং স্টাফ

গ্রামে যাওয়ার একমাত্র দুর্গম বেহাল রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। ওই বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি উঠছে ওই গ্রাম থেকে। বিষয়টি নজরে এসেছে প্রশাসনেরও। রাস্তা সংস্কারের বিষয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মন জানিয়েছেন, ওই রাস্তার বিষয়টি নজরে এসেছে। বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

Latest article