নার্সিংহোমে শিশু বদল, গ্রেফতার নার্সিং স্টাফ

বিষয়টি সদ্যজাতদের মায়েরা দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা নার্সিংহোমে ছুটে এলে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

Must read

সংবাদদাতা, মালদহ : সদ্যোজাতকে বদলের অভিযোগ উঠল নার্সিংহোমের বিরুদ্ধে। সোমবার মালদহের চাঁচলের ঘটনা। অভিযোগের ভিত্তিতে এক নার্সিং স্টাফকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগকারী দুটি পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে নার্সিংহোমে হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের দক্ষিণ শালদহ ও ইলাম গ্রামের দু’জন প্রসূতি জানবী পারভীন ও চুমকি খাতুন একই সময়ে ভর্তি হন।

আরও পড়ুন-মাতৃত্ব সামলাতে কর্মক্ষেত্রে দুধের শিশুকে এনে বিতর্কে তিরুবনন্তপুরমের মেয়র

সেদিন রাতেই তাঁরা দুজনেই পুত্রসন্তানের জন্ম দেন। দুই পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে এক নার্স তাঁদের সদ্যোজাতর মধ্যে অদলবদলের চেষ্টা করে। বিষয়টি সদ্যজাতদের মায়েরা দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা নার্সিংহোমে ছুটে এলে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ধৃত নার্সকে সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

Latest article