সংসদের পুরনো ভবনকে বিদায় দিয়ে মঙ্গলবার গনেশ চতুর্থী (Ganesh Chaturthi) থেকে নতুন ভবনে পথ চলা শুরু হল। কিন্তু এদিনই উঠল বিতর্ক। মঙ্গলবার এক্স পোস্টে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাষ্ট্রপতির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। সেই পোস্ট নিজের এক্স প্রোফাইলে ট্যাগ করে তৃণমূল সাংসদ সাকেত গোখলে লিখেছেন, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। আজকে সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।
আরও পড়ুন-বাংলায় লগ্নি করুন: বার্সেলোনায় শিল্পপতিদের আহ্বান
২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন নতুন সংসদ ভবনের। সেই অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। এবারও তাঁকে সেন্ট্রাল হলেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করেই কটাক্ষ করে সাকেত এক্সে লিখেছেন, ‘একজন মহিলা আদিবাসী রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্লজ্জভাবে সংসদের অনুষ্ঠান থেকে ক্রমাগত বাইরে রেখে চলেছেন। যিনি নাকি আবার ‘আদিবাসী ও মহিলা কল্যাণ’ সরব হন’।
আরও পড়ুন-কোটায় উত্তরপ্রদেশের পড়ুয়ার মৃত্যু
বিরোধীরাও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপতিকে এই ভাবে এড়িয়ে যাওয়া রীতি বিরুদ্ধ। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন ডাকলে তখনই সংসদ বসে। রাষ্ট্রপতি সংসদের যৌথ ভাষণ দিয়ে অধিবেশন শুরু করেন। বলা বাহুল্য, সাকেত ও ডেরেকের এক্স পোস্টে বোঝাই যাচ্ছে আগামী দিনে এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা কেন্দ্রীয় নেতৃত্বকে ছেড়ে কথা বলবে না।
Hon’ble President of India was not invited for the inauguration of new Parliament.
Today, she was not invited for the function in Central Hall.
A woman adivasi President being constantly kept out of Parliamentary ceremonies by PM Modi shamelessly while he does tokenism about… https://t.co/Rnl1GDVHPY
— Saket Gokhale (@SaketGokhale) September 19, 2023