বাংলায় লগ্নি করুন: বার্সেলোনায় শিল্পপতিদের আহ্বান

Must read

বার্সেলোনায় (Bercelona) শিল্প সম্মেলনে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (CM Mamata Banerjee) প্রশাসনের আমলা এবং শিল্পপতিরা। শিল্পপতিরা প্রত্যেক্যেই বাংলায় লগ্নির আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যেকের একই কথা ছিল যে, বাংলা পাল্টে গিয়েছে, লগ্নি করুন।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বাংলা বদলে যাওয়ার কথা তুলে ধরে তিনি ২১-২৩ নভেম্বর বিজিবিএস-এ শিল্পপতিদের উপস্থিত থাকার জন্য আবেদন জানালেন। শিল্পপতি হর্ষ নেওটিয়া এদিন বাংলার মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করেন। তিনি জানান, নেওটিয়া পরিবার বিগত ১২০ বছর ধরে বাংলায় রয়েছে। গত ১০-১২ ধরে আরও উন্নত বাংলা। ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন- সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল

টিটাগড় ম্যানুফাকচারিং-এর উমেশ চৌধুরী জানান, ২৫-২৬ বছর ধরে তিনি বাংলায় কাজ করছেন। রেলের একাধিক ক্ষেত্রে অনেক কাজ হয়েছে। বাংলায় একাধিক দেশের সীমান্ত রয়েছে। ফলে ব্যবসায়িক দিক থেকে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে কর্মীদের কোনও সমস্যা নেই। সহযোগিতা চাইলেই সরকারের সাহায্য আপনার দরজায়।

কমল মিত্তাল বলেন, ৩৩ বছর ধরে স্পেনে আমরা রেলওয়ে স্লিপার তৈরি করছি। বাংলায় কারখানা রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা সেখানে শিল্প সম্প্রসারণ এবং নতুন কারখানা স্থাপন করব। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বাংলায় শ্রমিক সমস্যা ছিল। এখন নেই। ১০-১২ বছরে প্রবল গতিতে এগিয়ে চলছে বাংলা। লগ্নিকারী হিসাবে বলব, সবাই বাংলায় আসুন। নতুন লগ্নির ঘোষণাও করেন কমল মিত্তাল। এইভাবেই বাংলায় বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন শিল্পপতিরা।

Latest article