সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল

Must read

সংসদের বিশেষ অধিবেশনে প্রথম দিন থেকেই মহিলা সংরক্ষণ বিলের (Women’s Reservation Bill) দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাদের ক্ষেত্রে এক তৃতীয়াংশ আসনের দাবিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ছিলেন সোচ্চার। তিনি বলেন, আমি যখন প্রথম লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসি সেই সময় তৃণমূল কংগ্রেস নতুন দল হিসাবে প্রথমবার সংসদে প্রবেশ করেছিল। তা সত্ত্বেও সেই সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় এক তৃতীয়াংশ মহিলা আসন সংরক্ষণ এর দাবিতে সুর চড়িয়েছিলেন। এমনকি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের পক্ষে এতটাই সরব ছিলেন যে যখন ১৯৯৮ সালের ২০ জুলাই লোকসভায় বিলটি পেশ করার সময়ে বিরোধী বেঞ্চ থেকে ছুটে স্পিকারের চেয়ারের সামনে আসার চেষ্টা করেন সমাজবাদী পার্টি সাংসদ দারোগা প্রসাদ সরোজ। কিন্তু স্পিকারের আসনের কাছে পৌঁছনোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কলার চেপে ধরেন। যাতে স্পিকারের চেয়ারের দিকে তিনি যেতে না পারেন বা বিল ছিঁড়তে না পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওই সাংসদের ঘাড় ধরে তাকে থামিয়ে দেন যখন তিনি মহিলা সংরক্ষণ বিলের (Women’s Reservation Bill) কপি ছিড়ে দিতে যাচ্ছিলেন। বর্তমানে সোনিয়া গান্ধীও মহিলার সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

আরও পড়ুন- বিশেষ অধিবেশনে প্রাক্তনীদের প্রশংসা

Latest article