বিশেষ অধিবেশনে প্রাক্তনীদের প্রশংসা

Must read

প্রতিবেদন : সোমবার থেকে সংসদে (Parliament) শুরু হয়েছে বিশেষ অধিবেশন। অধিবেশন শুরুর ভাষণে কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদান উল্লেখ করে প্রশংসা করলেন বর্তমান প্রধানমন্ত্রী। চিরাচরিত আক্রমণের পথ ছেড়ে এদিনের ভাষণে জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিংয়ের অবদানের কথা তুলে ধরেন মোদি। পুরনো ভবনের (Parliament) শেষ অধিবেশন পর্বে প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদান উল্লেখ না করলে সমালোচনার মুখে পড়তে হবে বুঝেই এদিন কিছুটা অন্য সুর শোনা গেল তাঁর মুখে। পাশাপাশি বললেন, এই সংসদ ভবন বহু শোকের সাক্ষী। দেশের তিন প্রধানমন্ত্রীকে তাঁদের কার্যকালে হারিয়েছিল এই সংসদ ভবন। এদিন ভাষণের শুরুতেই জি-২০ সম্মেলনের সাফল্যের কথা তুলে মোদি বলেন, এটা কোনও দলের নয়, দেশের সাফল্য। চন্দ্রযানের ৩-এর সাফল্যের জন্য অভিনন্দন জানান ভারতের বিজ্ঞানীদের তথা ইসরোকে। এরপরই পুরনো সংসদ ভবনের স্মৃতিচারণ করে প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রশংসা শোনা যায় মোদির মুখে। বলেন, নেহরুজির মধ্যরাতের ভাষণ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন- আদানি মামলার তদন্তে নয়া কমিটি গঠনের আর্জি সুপ্রিম কোর্টে

Latest article