আদানি মামলার তদন্তে নয়া কমিটি গঠনের আর্জি সুপ্রিম কোর্টে

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টে আবার মুখ পুড়ল মোদি-ঘনিষ্ঠ গৌতম আদানির সংস্থার। শেয়ার বাজারে কারচুপির অভিযোগ তুলে শিল্পসংস্থা আদানি গোষ্ঠীর (Adani Case) বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট পেশ করেছিল আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এরপরই গত মার্চ মাসে শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। কিন্তু এবার স্বার্থের সংঘাতের কারণ দেখিয়ে কমিটি পুনর্গঠনের আর্জি জানালেন অনামিকা জয়সওয়াল নামের এক আবেদনকারী।
প্রথমে স্থির হয় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এম সাপ্রের নেতৃত্বে ওমপ্রকাশ ভাট, বিচারপতি জে পি দেবদত্ত, কে ভি কামাথ, নন্দন নিলেকানি এবং সোমাশেখর সুন্দারেশনের কমিটি এই মামলার তদন্ত করবে। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদনকারী জানিয়েছেন, ওমপ্রকাশ ভাট বর্তমানে যে বেসরকারি সংস্থার চেয়ারম্যান, আদানি গোষ্ঠীর (Adani Case) সঙ্গে সেই সংস্থার ২০২২ সালের মার্চ মাস থেকে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এছাড়াও স্টেট ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান হিসাবে ঋণখেলাপি শিল্পপতি বিজয় মালিয়াকে আইনবহির্ভূতভাবে ঋণ পাইয়ে দেওয়ার একটি মামলায় ২০১৮ সালে তাঁকে সিবিআই-এর জেরার মুখে পড়তে হয়েছে।
তবে এখানেই শেষ নয়। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান কে ভি কামাথের নাম উঠে এসেছে ওই ব্যাঙ্কেরই দুর্নীতিকাণ্ডে। অন্যদিকে সোমাশেখর সুন্দারেশন সম্পর্কে আবেদনকারীর বক্তব্য, কমিটির এই সদস্য প্রবীণ আইনজীবী হিসাবে সেবি বোর্ড-সহ একাধিক জায়গায় আদানি গোষ্ঠীর হয়ে আইনি সওয়াল করেছেন। আর সে-কারণেই সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আবেদনকারীর আর্জি, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, এমন সদস্যদের নিয়ে নতুন কমিটি গড়া হোক।

আরও পড়ুন- বিশেষ অধিবেশন : অভিষেকের নেতৃত্বে রণকৌশল তৃণমূলের

Latest article