পথ চলা শুরু করল মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ‘যোগশ্রী’ উদ্যোগ

রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীলের তত্ত্বাবধানে কলেজটি তৈরী হয়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগের অধীনে এই কলেজ

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের উদ্যোগ ‘যোগশ্রী’-তে যোগ চিকিৎসায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ। আজকের প্রথম পর্বে ১১ পড়ুয়াকে নিয়ে বেলুড়ের যোগ মেডিক্যাল কলেজে ‘যোগশ্রী’র ভর্তি প্রক্রিয়া শুরু হল। প্রথম দফার এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামিকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর পর্যন্ত । এরপর ধাপে ধাপে ১৮ নভেম্বর পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। মোট আসন সংখ্যা ৫০। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি প্রথম পর্যায়ে ৩৪ জন ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন-‘রাষ্ট্রপতি কোথায়?’ এক্সে সরব ডেরেক ও সাকেত

স্বাস্থ্য পরিষেবা উন্নতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ নিয়ে পড়াশোনা চালু করার সিদ্ধান্ত নেন। যোগ কাউন্সিল তৈরি করে যোগের সঙ্গে প্রাকৃতিক চিকিৎসার মেলবন্ধন ঘটানোর এক প্রচেষ্টা চালান তিনি। বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে যোগ শিক্ষার জন্য আলাদা বিল্ডিং তৈরি করা হয়। প্রাকৃতিক বিভিন্ন উপাদানের ব্যবহারে কীভাবে রোগ নিরাময় করা যেতে পারে সেই সংক্রান্ত বিষয়েই পাঠ দেওয়া হবে। সূর্যের আলো, বাতাসের মত প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কীভাবে রোগের প্রকোপ কমানো যায় সেই নিয়ে পঠনপাঠন এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ নিট সফল পড়ুয়াকে নিয়ে প্রাথমিকভাবে এই যোগশ্রী কলেজ শুরু হচ্ছে।

আরও পড়ুন-বাংলায় লগ্নি করুন: বার্সেলোনায় শিল্পপতিদের আহ্বান

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় ২০১৯ সালের ২ মার্চ এই কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীলের তত্ত্বাবধানে কলেজটি তৈরী হয়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগের অধীনে এই কলেজ।

Latest article