‘এই মুহূর্তে বাংলা গোটা ভারতকে নেতৃত্ব দিচ্ছে’, স্পেনে শিল্প সম্মেলনে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

গত, রবিবারই স্পেনের রাজধানী মাদ্রিদ (Madrid) থেকে রেলে বার্সেলোনায় (Barcelona) পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

গত, রবিবারই স্পেনের রাজধানী মাদ্রিদ (Madrid) থেকে রেলে বার্সেলোনায় (Barcelona) পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার বাণিজ্য বৈঠকে যোগ দেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীরা প্রমুখ। বেশ কয়েকদিন ধরেই স্পেনে শিল্প সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ‘মউ’ স্বাক্ষর হয়ে গিয়েছে।

আরও পড়ুন-পথ চলা শুরু করল মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ‘যোগশ্রী’ উদ্যোগ

আজ শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত এবং স্পেনের মধ্যে বরাবরই একটা ক্রশ কানেকশন রয়েছে। আর আমি এসেছি বাংলা থেকে। কিন্তু, এখন বলতে খুব গর্ববোধ করছি যে বাংলাই এই মুহূর্তে গোটা ভারতকে নেতৃত্ব দিচ্ছে। ইউরোপে স্পেনের হাত ধরে রেনেসাঁ শুরু হয়েছিল। আর ভারতে সেটা শুরু হয়েছিল বাংলার হাত ধরে। এই দুই প্রদেশের মধ্যে মিল রয়েছে। আমি আপনাদের চিত্রকলা, বই, সিনেমা, সংস্কৃতিকে সাধুবাদ জানাই। আপনাদের খেলোয়াড়রা যখন ফুটবল ময়দানে নামে আমরা তখন সারারাত জেগে আপনাদের খেলা দেখি। আপনাদের খেলা দেখে আমরা মুগ্ধ হই। ইউ লাভ পেন্টিংস, আই লাভ পেন্টিংস। ইউ লাভ মিউজিক, উই লাভ মিউজিক। ইউ লাভ ফুটবল, উই আর ক্রেজি ফর ফুটবল।’

আরও পড়ুন-‘রাষ্ট্রপতি কোথায়?’ এক্সে সরব ডেরেক ও সাকেত

এদিন বাণিজ্যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মস্তিস্কপ্রসূত একাধিক জনহিতকর প্রকল্পের কথা তুলে ধরেন। লালিগার সঙ্গে মৌ স্বাক্ষরের প্রসঙ্গে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধিজী, মাতঙ্গিনী হাজরা, বাবা সাহেব আম্বেদকর আমাদের দেশের লোক। আমরা তাঁদের থেকে শিক্ষা নিই। আমরা লালিগার সঙ্গে মৌ স্বাক্ষর করেছি। তাঁরা আমাদের খেলার দিকে নানা পরামর্শ দেবে। তাঁরা আমাদের দেশে আসবে। আমরা তাঁদের হাতে স্টেডিয়াম দিয়েছি। সে কথা আগেই বলেছি। তাঁরা যাতে আমাদের ছেলেমেয়েদের খুব তাড়াতাড়ি তৈরি করতে পারে সেই ব্যবস্থা করতে বলেছি।’

মুখ্যমন্ত্রী লগ্নিকে আহ্বান জানিয়ে আরও বলেন, ‘খুব দ্রুত অর্থনীতির বিকাশ হচ্ছে বাংলায়। আমাদের জাতীয় করিডোর রয়েছে, যার মধ্যে বাংলাদেশ, নেপাল, ভুটান ও এশিয়ার অনেকটা অংশ জুড়ে রয়েছে। বাংলা উত্তর-পূর্বের প্রবেশদ্বার।’

 

Latest article