সংবাদদাতা, বোলপুর : বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণায় খুশির পদযাত্রা হল বৃহস্পতিবার। কাতারে কাতারে মানুষ পদযাত্রায় অংশ নিয়ে বোলপুর চৌরাস্তা থেকে উপাসনা মন্দির পর্যন্ত হাঁটলেন। পদযাত্রায় নেতৃত্ব দেন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী ফিরলেই আনুষ্ঠানিক ঘোষণা, দালাল চক্র ঠেকাতে এবার চালু দুয়ারে দলিল পরিষেবা
তিনি বলেন, ‘হেরিটেজ তকমা পাওয়ার সমস্ত ক্রেডিট হাইজ্যাক করতে নিজে ঢাকঢোল বাজিয়ে দুয়েকজন স্তাবক নিয়ে বিশ্বভারতী ক্যাম্পাস পরিক্রমা করেন উপাচার্য। সেখানে মোদিকে পুরো কৃতিত্ত্ব দেন। মুখ্যমন্ত্রীকে বাদ দিতে চাইছেন, কিন্তু পরিকাঠামোগতভাবে তিনি পাশে না দাঁড়ালে, হেরিটেজ তকমা মিলত কিনা সন্দেহ।’ বলেন, ‘পৌষমেলা, বসন্ত উৎসব বন্ধ করে ছোট ব্যবসায়ীদের ক্ষতিসাধন ছাড়াও ঐতিহ্যবিরোধী কাজ করেছেন উপাচার্য।’ মন্ত্রীর পরিষ্কার মত, ‘ওয়ার্ল্ড হেরিটেজের কৃতিত্বের মূল কারিগর রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। অংশীদার সবাই, মুখ্যমন্ত্রীও। তিনি সাহায্য করেছেন।বিশ্বভারতীকে সর্বতোভাবে সাহায করে বোলপুর পুরসভাও। কারণ বিশ্বভারতীর নিজস্ব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই। পুরসভার গাড়ি টন টন বর্জ্য তুলে এনে বিশ্বভারতীকে পরিচ্ছন্ন রাখে। উপাচার্য কখনও নিজমুখে সেটা স্বীকার করেন না।’