৫ মাসে ৯টি চিতার মৃত্যুর পরে এবার উত্তর আফ্রিকা (North African cheetahs) থেকে চিতা আমদানি ভাবনা কেন্দ্রের! এর আগে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যেপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছিল চিতাগুলিকে। কিন্তু এবার চিতা আমদানির জন্য কেন বদলানো হল দেশ?
কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার চিতার দেহে মধ্যেপ্রদেশের গ্রীষ্মের মরসুমেও শীতের উপযোগী বড় বড় লোম গজিয়েছে। ফলে উষ্ণতা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ওই চিতাদের ত্বকে সংক্রমণ দেখা গিয়েছে। ম্যাগট (একজাতীয় পোকা) সংক্রমণ থেকে সেপ্টিসিমিয়ার সৃষ্টি হচ্ছে। এর জেরে মৃত্যু হয়েছে ৩টি চিতার।
আরও পড়ুন- ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির দিনেই অভিষেককে ফের ইডির সমন
এবার পরিস্থিতির মোকাবিলায় উত্তর আফ্রিকার (North African cheetahs) উষ্ণতর আবহাওয়ার অঞ্চল থেকে চিতা আনার পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে। কুনোয় চিতার মৃত্যু ঠেকাতে কয়েকজন বন্যপ্রানী বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর আফ্রিকা থেকে চিতা আনা হলে তা ভারতের আবহাওয়ার পক্ষে উপযুক্ত হবে।