শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ সায়েন্স সিটির সামনে মা ফ্লাইওভারের (Maa Flyover) উপর এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের উপর থাকা ডিভাইডার ও ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উলটে যায় একটি গাড়ি। গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে আসছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তাদের মধ্যে চারজন তরুণ ও একজন তরুণী। প্রত্যেকেই কলেজ পড়ুয়া। তারা রাতের খাবার খেতে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন-‘বাংলার মানুষের অধিকার বাংলার মানুষ পাবে, আমি কথা দিচ্ছি’, লাইভে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মা ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কলেজ পড়ুয়ার। এক তরুণী সহ আরও চারজন গুরুতর জখম হয়েছেন। রীতিমত আশঙ্কাজনক অবস্থায় তাদের দক্ষিণ কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই রাতের মা ফ্লাইওভারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-ইন্ডিয়াকে সমর্থন করে বিজেপিকে হারানোর ডাক
গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ি ভিতরের যাত্রীদের বের করে আনা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের আসনে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া নীহার আগরওয়ালের (১৯)। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সে টালিগঞ্জ সার্কুলার রোড এলাকার বাসিন্দা। গাড়িতে থাকা বাকি সওয়ারিরাও গুরুতর জখম হয়েছেন। বেপরোয়া গতি না চালক মদ্যপ অবস্থায় ছিলেন খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাতে দু’ঘণ্টা মা ফ্লাইওভারে বন্ধ ছিল যানচলাচল।