নিউইয়র্কে রেকর্ড বৃষ্টি, রাস্তা প্লাবিত, জারি সতর্কতা

শুক্রবার প্রবল বৃষ্টিপাত নিউইয়র্ক সিটির (New York City) নিকাশী ব্যবস্থার অসহায় অবস্থাকে প্রকাশ্যে এনেছে। প্লাবিত গোটা শহর।

Must read

শুক্রবার প্রবল বৃষ্টিপাত নিউইয়র্ক সিটির (New York City) নিকাশী ব্যবস্থার অসহায় অবস্থাকে প্রকাশ্যে এনেছে। প্লাবিত গোটা শহর। রাস্তা, বেসমেন্ট, স্কুল, পাতাল রেল এবং যানবাহনে বন্যার জল ঢুকে যায়। নিউ ইয়র্ক সিটির কিছু অংশ বিপজ্জনকভাবে বন্যায় ভেসে গেছে কারণ সারা রাত বৃষ্টিপাত অব্যাহত ছিল। এই অবস্থায় সারা শহরে সতর্কবার্তার মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক আবহাওয়া দফতর এই বিষয়ে জানিয়েছে, মাত্র তিন ঘণ্টায় শহরটিতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেটা এক মাসের সমান। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ম্যানহাটন ও ব্রুকলিনে। শহরের বাসিন্দাদের ভ্রমণ এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। নিউইয়র্ক এবং নিউজার্সির কমপক্ষে ৮৫ লাখ মানুষকে বন্যার সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন-মা ফ্লাইওভারে মৃত্যু সেন্ট জেভিয়ার্সের ছাত্রের, জখম ৪

শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া বিমানবন্দরের যাত্রীরা গভীর জলের জন্য নাজেহাল হয়ে গিয়েছিল। নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া বিমানবন্দরের টার্মিনাল এ বন্যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে, এবং বেশ কয়েকটি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, ব্রুকলিন নেভি ইয়ার্ডে এক ঘণ্টায় ২ দশমিক ৫ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে এই মাসে এখন পর্যন্ত প্রায় ১৪ ইঞ্চি বৃষ্টি হয়েছে। ১৮৮২ সালের পর সেপ্টেম্বরে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড এটি।

Latest article