প্রতিবেদন : বাকি আর ১৮ দিন। মা আসছেন। তাই অক্টোবরের প্রথম দিনই মানুষের ভিড় উপচে পড়ল পুজোর বাজারে। শনিবার থেকে নাগাড়ে শহর কলকাতা জুড়ে চলছে টানা বৃষ্টি। রবিবারও জারি ছিল বৃষ্টির দাপট। তবে বৃষ্টিকে তুড়ি মেরে উড়িয়ে মাসের প্রথম রবিবারই শহরের বাজারগুলিতে আছড়ে পড়ল মানুষ। কেনাকাটার বাজার ছিল জমজমাট। উত্তরের হাতিবাগান থেকে শুরু করে দক্ষিণের গড়িয়াহাট।
আরও পড়ুন-আইএসআইয়ের সাম্মানিক পদে দাউদ ইব্রাহিম?
বেলা বাড়তেই শুধু মানুষের মাথা। সব বয়সের মানুষ। পছন্দের জিনিসের খোঁজ করে বেড়ালেন সবাই। কারও বা নিজের জন্য, কেউ বা কিনলেন প্রিয় মানুষের জন্য। সবমিলিয়ে জমজমাট রবিবারের পুজোর বাজার। একই ছবি মধ্য কলকাতার ধর্মতলা বা নিউ মার্কেট অঞ্চলেও। সেখানেও ফুটপাথ থেকে বড় দোকান, থিকথিক করছে মানুষ। উপচে পড়া ভিড় দেখে সবচেয়ে খুশি বিক্রেতারা। সাধারণ ভাবে পুজোর শেষ একটা মাস তাঁরাও ভাল বিক্রিবাটার আশা করেন। সেখানে একটু চিন্তা বাড়িয়েছিল বৃষ্টি। কিন্তু বেলা বাড়তেই যেভাবে মানুষ পথে নামলেন তাতে মুখে হাসি দোকানদারদের। পুজোর আগে বাকি আরও দুটি রবিবার।
আরও পড়ুন-মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে বন্ধ হল আফগান দূতাবাস
বৃষ্টি যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে এবার পুজোর বাজার নিয়ে আশাবাদী বিক্রেতারা। করোনার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীদের একাংশ। সংকট কাটাতে ভরসা বলতে পুজো। তাই পুজোকেই পাখির চোখ করে বসে আছেন রাজ্যের ব্যবসায়ীরা। আর অক্টোবরের প্রথম রবিবারই তাঁদের আশা অনেকটাই মিটিয়ে দিল বেচাকেনার ছবিটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শহর কলকাতার আবহাওয়ার উন্নতি হবে। তাই বাকি ক’টা দিন নিয়ে আশাবাদী বিক্রেতারা।