করাচিতে খতম কুখ্যাত হাফিজ সইদের সহযোগী

কায়সার ফারুক লস্কর জঙ্গি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী বলেই পরিচিত সে।

Must read

প্রতিবেদন : দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে এবার প্রাণ গেল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগীর। মুফতি কায়সর ফারুক নামে ওই কুখ্যাত লস্কর জঙ্গিকে পাকিস্তানের করাচিতে খুন করা হয় বলে খবর। শনিবার হাফিজ সইদের সহযোগীর উপর আচমকাই গুলি চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী। কায়সর ফারুকের পিঠে গুলি লাগে। এরপর তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তবে এই হামলার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে করাচি পুলিশ। এদিকে লস্কর জঙ্গির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-বৃষ্টি উড়িয়ে উপচে পড়ল পুজোর বাজার

কায়সার ফারুক লস্কর জঙ্গি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী বলেই পরিচিত সে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার করাচির সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় স্থানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৩০ বছরের লস্কর জঙ্গির উপরে হামলা চালায়। আর আচমকা সেই হামলায় কিছু বুঝে ওঠার আগেই পিঠে গুলি লাগে জঙ্গি নেতার। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় জঙ্গি কায়সারের। ইতিমধ্যে স্থানীয় এক সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লস্কর জঙ্গির উপর হামলা চালাচ্ছে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। তবে এদিন শুধু হাফিজ সইদের সহযোগীই নন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে দশ বছরের এক বালকেরও মৃত্যু হয়েছে বলে খবর। তবে লস্কর জঙ্গির আচমকা মৃত্যুর পরিণতি যে খুব একটা সুখকর হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু জঙ্গি সংগঠনের তরফে এখন কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।

Latest article