মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেডের একটি সরকারি হাসপাতালের ডিন জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় বারোটি শিশু এবং সমান সংখ্যক প্রাপ্তবয়স্ক মারা গিয়েছে। ডিন এই মর্মান্তিক মৃত্যুর জন্য ওষুধের ঘাটতি এবং হাসপাতালের কর্মীদের অভাবকে দায়ী করেছেন। নান্দেডের শঙ্কররাও চ্যাভান সরকারি হাসপাতালের ডিন উল্লেখ করেছেন গত ২৪ ঘন্টায় ২৪টি মৃত্যুর মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক প্রাথমিকভাবে বিভিন্ন অসুস্থতার কারণে মারা গেছেন। বেশিরভাগই মৃত্যু সাপের কামড়ের জন্য হয়েছে৷ তিনি আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় ছয়জন পুরুষ ও ছয়টি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বারোজন প্রাপ্তবয়স্কও বিভিন্ন রোগের কারণে মারা গেছে, বেশিরভাগই সাপের কামড়ে। বিভিন্ন কর্মীদের স্থানান্তর করায় আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছি।”
আরও পড়ুন-মেঘালয়ে ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে আসাম ও পশ্চিমবঙ্গে
এদিন তিনি বলেন, ” ৭০ থেকে ৮০-কিমি ব্যাসার্ধের পরিষেবা কেন্দ্র এই হাসপাতাল। তাই, রোগীরা আমাদের কাছে দূর-দূরান্ত থেকে আসে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে এটি একটি সমস্যা তৈরি করে”। ডিন বলেন, “হাফকাইন ইনস্টিটিউট আছে। তাদের কাছ থেকে আমাদের ওষুধ কেনার কথা ছিল কিন্তু সেটাও হয়নি। কিন্তু আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের দিয়েছি”।
আরও পড়ুন-‘বিজেপিকে আবার চ্যালেঞ্জ করছি’ সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়
মৃত্যুর ঘটনাগুলিকে “দুর্ভাগ্যজনক” হিসাবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইতে মিডিয়াকে সম্বোধন করেছিলেন। তিনি বলেন যে হাসপাতালের ঘটনার বিষয়ে আরও বিশদ তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।