মেঘালয়ে ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে আসাম ও পশ্চিমবঙ্গে

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ২রা অক্টোবর উত্তর গারো পাহাড়, মেঘালযয়ে ভূমিকম্প হয়। মাত্রা ছিল ৫.২।

Must read

আজ, সোমবার সন্ধ্যায় মেঘালয়ের (Meghalaya) উত্তর গারো পাহাড়ে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে যার কারণে আসাম, পশ্চিমবঙ্গ এবং ভুটান ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। এখনো কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর-পূর্ব রাজ্যের উত্তর গারো হিলস জেলায় ১০ কিলোমিটার গভীরে সন্ধ্যা ৬.১৫ মিনিটে কম্পনটি ঘটে।

আরও পড়ুন-‘বিজেপিকে আবার চ্যালেঞ্জ করছি’ সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ২রা অক্টোবর উত্তর গারো পাহাড়, মেঘালযয়ে ভূমিকম্প হয়। মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল রেসুবেলপাড়া, জেলা সদর থেকে প্রায় ৩ কিমি দূরে। প্রসঙ্গত, উত্তর-পূর্ব রাজ্যগুলি উচ্চ ভূমিকম্পের অঞ্চলে পড়ে এবং প্রায়ই এই অঞ্চলে ভূমিকম্প হয়। গত অগাস্ট মাসেও বাংলায় ভূকম্পন অনুভূত হয় । বাংলাদেশের সিলেটের কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল,সেখানে কেঁপে ওঠে কলকাতা।

Latest article