জয়দীপ, মৌমাদের সংবর্ধনা ইন্ডোরে, বিওএ-র শতবর্ষ

এশিয়ান গেমসও চলছে। সবাইকে একসঙ্গে পাওয়া সমস্যা। তবু খুব কম সময়ের মধ্যেই কৃতীদের সম্মান জানানোর চেষ্টা করলাম।

Must read

প্রতিবেদন : বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) শতবর্ষ উপলক্ষে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। টেবল টেনিস থেকে তিরন্দাজি— সংবর্ধিত হলেন বাংলার একঝাঁক অলিম্পিয়ান। এছাড়াও গতবারের ন্যাশনাল গেমসে বাংলার পদকজয়ীদেরও সংবর্ধনা দেওয়া হয়। যে অলিম্পিয়ানদের এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে, তাঁরা হলেন মৌমা দাস, পৌলমী ঘটক, অঙ্কিতা দাস, সরস্বতী সাহা, রাহুল বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা সিনহা রায় প্রমুখ। ছিলেন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারও।

আরও পড়ুন-২৪ ঘন্টায় ২৪টি মৃত্যু, রয়েছে শিশু, কাঠগড়ায় মুম্বাইয়ের সরকারি হাসপাতাল

১৯৮৪ অলিম্পিকে অংশ নেওয়া বক্সার ভগীরথ সামুই। বিওএ-এর সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার ক্রীড়াক্ষেত্রের কৃতীদের সম্মান জানাতে পেরে ভাল লাগছে। এই বছর সংস্থার শতবর্ষ চলছে। এশিয়ান গেমসও চলছে। সবাইকে একসঙ্গে পাওয়া সমস্যা। তবু খুব কম সময়ের মধ্যেই কৃতীদের সম্মান জানানোর চেষ্টা করলাম।

Latest article