প্রতিবেদন : সত্যিই এবারে এসে গেল বিদায়বেলা। ইঙ্গিত স্পষ্ট। ২০২৪-এর লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অন্তর্কলহে ক্ষতবিক্ষত হচ্ছে বিজেপি। দলের মধ্যে বিদ্রোহ-অসন্তোষে নাজেহাল গেরুয়া শিবির। একদিকে বিধায়ক অসীম সরকারের বিদ্রোহ, অন্যদিকে কেন্দ্রের আধামন্ত্রী বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপি-কর্মীদের তীব্র ক্ষোভ-বিক্ষোভ। দিশাহারা বিজেপি। একের পর এক ফেসবুক পোস্ট করে চলেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।
আরও পড়ুন-ডিভিসির জলে ৭ জেলা ভাসার আশঙ্কা, ঝাড়খণ্ডে অতিবৃষ্টি, নদীতীরের বাসিন্দাদের সতর্ক প্রশাসনের
স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন বাংলায় দলের যা করুণ দশা তাতে সামনের নির্বাচনে এখান থেকে একটি আসনও জেতার সম্ভাবনা নেই বিজেপির। যাকে বলে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। বনগাঁ জেলায় মণ্ডল স্তরের সাংগঠনিক রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকদিন আগে দীর্ঘ ফেসবুক পোস্ট করেছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই দীর্ঘ পোস্টের ছত্রে ছত্রে ছিল সাংগঠনিক রদবদল নিয়ে তাঁর ক্ষোভ এবং আগামী দিনে বিজেপি নিয়ে আশঙ্কার কথা। এবার ফের দলের কোন্দলের প্রতিবাদ ও সংশোধনের দাবি জানিয়ে ফেসবুক পোস্ট করলেন। যার মোদ্দা কথা, নিজেদের ভুলের জন্য নিজেরাই যেন নিজেদের পায়ে কুঠারাঘাত না করে বসি।