বিমান দুর্ঘটনায় প্রয়াত ভারতীয় ধনকুবের হরপল রান্ধাওয়া (Harpal Randhawa) ও তাঁর ২২ বছরের পুত্র। ২৯ সেপ্টেম্বর জিম্বাবোয়ের (Zimbabwe) মুরোয়া এলাকায় হীরের খনির কাছেই ভেঙে পড়ের রান্ধাওয়ার বিমানটি। রান্ধাওয়ার ও তাঁর ছেলের সঙ্গে ওই বিমানে আরও ৪ আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন-কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সূত্রের খবর, প্রাইভেট জেট প্লেনে জিম্বাবোয়ের হারারে থেকে দক্ষিণ-পশ্চিম জিম্বাবোয়ের মুরোওয়ার হীরের খনির দিকে যাচ্ছিলেন হরপল রান্ধাওয়া, তাঁর ছেলে আমীর-সহ আরও ৬ জন। মুরোওয়া হীরে খনির কাছে হঠাৎ করেই ভেঙে পড়ে রান্ধাওয়ার জেট প্লেনটি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই সিঙ্গল ইঞ্জিনের বিমানটিতে মাঝ আকাশে জোরাল বিস্ফোরণ হয় এবং তারপরই সেটি ভেঙে পড়ে।
আরও পড়ুন-গরিবকে ভাতে মেরে প্রতিহিংসা কেন্দ্রের, দিল্লিতে এসেই প্রতিবাদ ওদের
উল্লেখ্য, ভারতীয় ধনকুবের হরপল রান্ধাওয়ার সোনা ও কয়লার খনি ছিল। প্রায় ৪ বিলিয়ন ব্যক্তিগত ইকুইটি ফার্মের প্রতিষ্ঠাতা তিনি। সিনেমা নির্মাতা হোপওয়েল চিনোনো রাব্ঝধাওয়ার মৃত্যুর খবরটি জানিয়ে লেখেন, রান্ধাওয়ার ছেলেই বিমানের পাইলট ছিলেন। বিমানটি ভেঙে পড়ায় সকল আরোহীরই মৃত্যু হয়েছে। বুধবার রান্ধাওয়ার পরিবার তাঁর শেষকৃত্য করবেন।