তিরুবনন্তপুরম, ৩ অক্টোবর : বৃষ্টির পূর্বাভাস ছিল। আর সেটাই মিলে গেল। মঙ্গলবার তিরুবনন্তপুরমে ভারত-নেদারল্যান্ডস ওয়ার্ম-আপ ম্যাচ পণ্ড হল বৃষ্টিতে। এর আগে গুয়াহাটিতে ভারতের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচও বাতিল হয়েছিল বৃষ্টিতে। ফলে রোহিত শর্মাদের দুটি ওয়ার্ম -আপ ম্যাচই ভেস্তে যাওয়ার পর ৮ অক্টোবর তাঁরা চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন।
আরও পড়ুন-যোগীরাজ্যে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার
গ্রিনফিল্ড স্টেডিয়ামে এদিন যখন বৃষ্টির পর কভার সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন অনেকে ভেবেছিলেন ওভার কমিয়ে ম্যাচ হতে পারে। কিন্তু মাঠ কর্মীরা যখন কভার সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর আম্পায়ারদের খেলা বাতিল ঘোষণা করা ছাড়া আর কোনও উপায় ছিল না। তা ছাড়া, ঘাড়ের উপর বিশ্বকাপ বলে চোট এড়াতে ভেজা মাঠে খেলা শুরু করার ঝুঁকি নেননি তাঁরা। দুপুর সাড়ে তিনটা বৃষ্টি থামার পর টস করার কথা ভেবেছিলেন আম্পায়াররা। কিন্তু তাঁদের সেই সুযোগ না দিয়ে ফের বৃষ্টি শুরু হয় ৩-৫৫-তে। আম্পায়াররা অতঃপর দু-দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে ম্যাচ বাতিল করে দেন।
আরও পড়ুন-৬ মাস যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে, দুর্গাপুজোর পর শুরু হবে কাজ
এদিকে, বৃষ্টির আশঙ্কায় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া থেকে চারটি সুপার-সপার কিনেছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তারা কোনও ঝুঁকি নিতে চায় না বলে এই পদক্ষেপ। এমনিতে গত সপ্তাহে চেন্নাইয়ে প্রবল বৃষ্টির পর এখন বৃষ্টি তেমন নেই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা আছে মোটে দশ শতাংশ। তবে প্রবল গরমের আশঙ্কা আছে। আর তাতেই বৃষ্টির ভয় পাচ্ছেন অনেকে। তা ছাড়া বছরের এই সময় বর্ষার প্রকোপ থাকে এখানে। ভারতের ম্যাচ ছাড়াও চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের আরও ম্যাচ রয়েছে। টিএনসিএ-র
এক কর্তার দাবি, আমরা কোনও ঝুঁকি না নিয়ে বিশ্বকাপের জন্য অত্যাধুনিক সুপার-সপার কিনেছি।