প্রতিবেদন : পুজোর ছুটি শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীরা যাতে অক্টোবর মাসের বেতন পেয়ে যান সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি কর্মীদের পাশাপাশি সরকারা পোষিত ও সহায়তাপ্রাপ্ত স্কুল ও সংস্থার কর্মীদেরও আগাম বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ-বিষয়ে ইতিমধ্যেই সব সরকারি দফতর ও স্কুলগুলিকে বেতন বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। তাঁদের বেতন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ৪ অক্টোবরের মধ্যেই শেষ করে ফেলতে বলা হয়েছে।
আরও পড়ুন-জবি-নরহরিকে নিল কিবুর দল, আই লিগের তৃতীয় ডিভিশন
সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির প্রধান শিক্ষকদেরও বুধবারের মধ্যে অনলাইন বেতন পোর্টালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অক্টোবর মাসের মধ্যে বেতন দেওয়ার কাজ শেষ করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু স্কুলগুলির বেতন প্রধান শিক্ষকদের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুল থেকেই হয়। তাই প্রধান শিক্ষক মারফত স্কুলগুলিকেও দ্রুত এই কাজ শেষ করে ফেলতে বলা হয়েছে। প্রতি মাসের শেষ তারিখের আগেই সরকারি কর্মচারীরা সেই মাসের বেতন পেয়ে যান। এ বার সেই বেতন পুজোর ছুটি শুরু হওয়ার আগেই দিয়ে দিতে চায় রাজ্য সরকার।
আরও পড়ুন-রোহিতদের দ্বিতীয় ম্যাচও বাতিল বৃষ্টিতে, চেন্নাইয়ে অত্যাধুনিক সুপার-সপার
তাই অক্টোবর মাসের শুরুতেই সেই মর্মে সরকারি অফিস ও সরকারি স্কুলগুলিতে উদ্যোগ শুরু হয়েছে। অক্টোবর মাসের প্রথম দিনেই এ বছর শারদোৎসব হবে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে। তাই সরকার পক্ষ চাইছে, তার আগেই যাতে কর্মীদের বেতন দেওয়া যায়। সাধারণত, বেতন প্রদান সংক্রান্ত কাজ শেষ করতে প্রতি মাসের ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু এ বার সেই তারিখ প্রায় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। তাই সরকারি কর্মচারী মহলের ধারণা, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই তাঁরা বেতন পেয়ে যাবেন।