বক্সার জঙ্গলে পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল বিরল ইন্ডিয়ান ঢোলের ছবি

২ বছর পর ফের একবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গল এলাকায় এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক ইন্ডিয়ান ঢোলের ছবি।

Must read

সংবাদদাতা,আলিপুরদুয়ার : ২ বছর পর ফের একবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গল এলাকায় এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক ইন্ডিয়ান ঢোলের ছবি। মঙ্গলবার পর্যকট ডাক্তার প্রসূন বিশ্বাসের ক্যামরোয় এই ছবিটি ধরা পড়ে। দু’বছর আগে দেখা গিয়েছিল বিরল এই প্রাণীকে। এর ফলে বোঝা যাচ্ছে যে, বক্সার আদর্শ পরিবেশে নিঃশব্দে কলেবরে বাড়ছে ইন্ডিয়ান ঢোল।

আরও পড়ুন-পুজোর আগেই বেতন দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারি কর্মীদের

ওই বুনো কুকুরের দল এখন বক্সার আরও একটি সম্পদ। অসম থেকে বক্সার জঙ্গলে বাঘ আনার পরিকল্পনা অনেকদিন আগেই নিয়েছে রাজ্যে বন দফতর। ইন্ডিয়ান ঢোলরা দলবদ্ধ হয়ে সহজেই চিতল হরিণ শিকার করে নিজেদের প্রয়োজন মেটায়। ইন্ডিয়ান ঢোলদের মতো বুনো কুকুরদের জন্যে চিতল হরিণ সবচেয়ে সহজ শিকার বলে মনে করে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-রোহিতদের দ্বিতীয় ম্যাচও বাতিল বৃষ্টিতে, চেন্নাইয়ে অত্যাধুনিক সুপার-সপার

এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও বাস্তুতন্ত্রের বিচারে বক্সার জঙ্গলে ইন্ডিয়ান ঢোলদের উপস্থিতি একটি অত্যন্ত সদর্থক দিক। তবে এই মুহূর্তেই আমাদের কাছে বক্সায় ইন্ডিয়ান ঢোলদের সংখ্যাতত্ত্বের কোনও পরিসংখ্যান নেই। এদের সংখ্যায় বিচার করাটা দুষ্কর কাজও বটে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই এরা জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। ক্যামেরা ট্র্যাপে এদের ছবির রেকর্ড আমাদের কাছে আছে। তবে সরাসরি দেখা পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়।’

Latest article