মিতালি এক্সপ্রেসের ঘটনা l কী করছিল সীমান্তরক্ষী? কী করছিল আরপিএফ? কাপলিঙে বসে বাংলাদেশ থেকে বাংলায় কিশোর

হলদিবাড়ির সীমান্তে ফ্ল্যাগ মিটিং করে বিজিবির হাতে তুলে দেয়। যাতে কিশোর তার বাড়ি চিলাহাটিতে ফেরত যেতে পারে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ফের প্রশ্নের মুখে সীমান্তের নিরাপত্তা। এবার দোসর রেলও। কেন্দ্রের বিরুদ্ধে এবার একাধিক প্রশ্ন উসকে দিল মঙ্গলবারের ঘটনা। মিতালি এক্সপ্রেসের কাপলিঙে বসে বাংলাদেশ থেকে হলদি বাড়ি চলে এল বাংলাদেশের এক কিশোর! ১৩ বছর বয়সি ওই কিশোরের নাম মোহাম্মদ রহমত উল্লা।

আরও পড়ুন-বক্সার জঙ্গলে পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল বিরল ইন্ডিয়ান ঢোলের ছবি

এদিন হলদিবাড়ি স্টেশনে মিতালি এক্সপ্রেস ঢুকতেই প্রথমে আরপিএফ-এর চোখে পরে কাপলিঙে বসে রয়েছে এক কিশোর। ট্রেন থামতেই সঙ্গে সঙ্গে কিশোরকে আটক করে আরপিএফ। জেরা করে জানতে পারে বাংলাদেশ থেকে কাপলিঙে বসে ভারতে প্রবেশ করেছে। এর পরেই বাংলাদেশি কিশোরকে আরপিএফ তুলে দেয় জিআরপির হাতে। জিআরপি জেরা করে জানতে পারে। বাংলাদেশের চিলাহাটি স্টেশন থেকে মিতালি এক্সপ্রেসের কাপলিঙে উঠেছিল সে। তবে ট্রেনটি যে ভারতে প্রবেশ করবে তা বুঝতে পারেনি বলে জানিয়েছে। কী কারণে এমন ঘটনা? এর উত্তর জানতে তদন্ত হবে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে বুঝতে না পেরেই ট্রেনের কাপলিঙে উঠে পড়ে তারপর আর নামতে পারেনি। বিএসএফ কিশোরের মেডিক্যাল পরীক্ষা করায়।

আরও পড়ুন-পুজোর আগেই বেতন দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারি কর্মীদের

হলদিবাড়ির সীমান্তে ফ্ল্যাগ মিটিং করে বিজিবির হাতে তুলে দেয়। যাতে কিশোর তার বাড়ি চিলাহাটিতে ফেরত যেতে পারে। তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সীমান্ত পেরিয়ে যখন মিতালি এক্সপ্রেস ভারতে প্রবেশ করছে তখন কেন বিজিবি ও বিএসএফ ভাল করে মিতালি এক্সপ্রেসে তল্লাশি চালাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। এই কিশোরের জায়গায় দুষ্কৃতী বা পাচারকারীও প্রবেশ করতে পারে একই কৌশলে। স্বাভাবিকভাবেই তাই ওই কিশোরের প্রবেশ নিয়ে উঠেছে প্রশ্ন।

Latest article