পুজো এখনও শুরুই হল না, এর মধ্যেই মহালয়া থেকেই শুরু হয়ে গেল মেট্রোর (Metro Railway) ভিড়। কাল কার্যত তিল ধারণের জায়গা পাওয়া দুষ্কর হয়ে উঠেছিল। মহালয়ার (Mahalaya) সন্ধ্যে থেকেই বলা যায় একেবারে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা বাংলা। যদিও কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। কালকের পরিসংখ্য়ান দেখে বোঝাই যাচ্ছে পুজোর দিনগুলোতে পরিস্থিতি ঠিক কি হতে পারে।
আরও পড়ুন-মহালয়ার রাতে শ্রীভূমিতে জনসমুদ্র, কড়া নিরাপত্তার দায়িত্বে পুলিশ
মেট্রো রেল কর্তৃক খবর রোজ মেট্রোতে প্রায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন। কিন্তু মহালয়াতে মেট্রোতে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ভিড়ের যে চিত্র স্পষ্ট হয়ে গিয়েছে তা দেখে চক্ষু চড়কগাছ । বিকাল পর্যন্ত মানে ৫টা পর্যন্ত নর্থ সাউথ করিডরে মানে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্টেশনগুলিতে ৪ লাখ মানুষ যাতায়াত করেছেন। দমদমে ছিলেন ৪০ হাজার মানুষ। এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটি, রবীন্দ্র সদনের মত মেট্রো স্টেশন ভিড়ে ঠাসা ছিল। মহালয়া থেকেই পুজো শুরু হয়ে গেল সেই বিষয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন-রানিগঞ্জে খনি-ধসে মৃত তিনের পরিবারকে সাহায্য
ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই বিশেষ পরিষেবা চলবে। আগামী শনি ও রবিবারও স্পেশাল মেট্রো চলবে। সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় পুজোর কয়েকদিন রাতভর চলবে বিশেষ মেট্রো।