পুজো শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই আজ বেশ অনেকক্ষণ বন্ধ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International airport)। আজ, মঙ্গলবার বেলা ১১টা থেকে টানা ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিমানবন্দর। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে । আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি রানওয়ে বন্ধ থাকবে। উড়ানের ওঠা-নামা এর ফলেই বন্ধ থাকবে। পুজোর মধ্যেই এভাবে বিমানবন্দর বন্ধ থাকায় চিন্তায় পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুন-রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার জেরে ফের হাইকোর্টের তোপে ইডি
প্রতি বছরই বর্ষার আগে ও পরে রানওয়ে রক্ষণাবেক্ষণ করা হয়। এবছর বর্ষা শুরুর আগে কমপক্ষে ৬ মাস আগে মুম্বই বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন হয়েছিল। যেকোন রকম সমস্যা ও বিমানের টেকঅফ ও অবতরণ ঠিকমত হওয়ার দিকে লক্ষ্য রাখতেই এই ব্যবস্থা। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন-পুজোতে ৮ হাজার পুলিশকর্মী নামছে শহরে, থাকছে ৫১টি ওয়াচ টাওয়ার
প্রসঙ্গত, মুম্বই বিমানবন্দরে প্রতিদিন ৯০০টি বিমান ওঠা-নামা করে। এক টানা এতক্ষন বিমান চলাচল বন্ধ থাকলে পরিস্থিতি খুব সঙ্কটপূর্ণ হয়ে যায় বলাই বাহুল্য। এই অবস্থায় যাত্রীদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।