রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার জেরে ফের হাইকোর্টের তোপে ইডি

তিনি জানান, তার গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে। সংবিধান মেনে রক্ষাকবচ দাবি করেন তিনি।

Must read

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। নিজের গোপনীয়তার অধিকার রক্ষার আর্জি নিয়ে তিনি এই মামলা দায়ের করেন। তিনি জানান, তার গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে। সংবিধান মেনে রক্ষাকবচ দাবি করেন তিনি। এই প্রসঙ্গে, মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ ইডি ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল।

আরও পড়ুন-পুজোতে ৮ হাজার পুলিশকর্মী নামছে শহরে, থাকছে ৫১টি ওয়াচ টাওয়ার

আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী যে কোনও ক্ষেত্রে ‘সার্চ অ্যান্ড সিজার’-এর সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইডি অভিযান করলেও আগেই সংবাদমাধ্যমকে এই বিষয়ে কিছু জানাতে পারবে না। ইডি সংবাদমাধ্যমকে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান বা রেইড করতে পারবে না।

আরও পড়ুন-আইএমএ-র শারদসম্মান

সার্চ অ্যান্ড সিজার’ সংক্রান্ত কোন ব্যাপারে আগে থেকে কিছুই প্রকাশ্যেও আনা যাবে না। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে কোন খবর প্রকাশিত হলে সেখানে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না। চার্জশিটের আগে ছবি ছাপা যাবে না। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

Latest article