আজ ৬ ঘন্টা বন্ধ থাকছে মুম্বই বিমানবন্দর

মুম্বই বিমানবন্দরে প্রতিদিন ৯০০টি বিমান ওঠা-নামা করে। এক টানা এতক্ষন বিমান চলাচল বন্ধ থাকলে পরিস্থিতি খুব সঙ্কটপূর্ণ হয়ে যায় বলাই বাহুল্য।

Must read

পুজো শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই আজ বেশ অনেকক্ষণ বন্ধ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International airport)। আজ, মঙ্গলবার বেলা ১১টা থেকে টানা ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিমানবন্দর। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে । আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি রানওয়ে বন্ধ থাকবে। উড়ানের ওঠা-নামা এর ফলেই বন্ধ থাকবে। পুজোর মধ্যেই এভাবে বিমানবন্দর বন্ধ থাকায় চিন্তায় পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন-রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার জেরে ফের হাইকোর্টের তোপে ইডি

প্রতি বছরই বর্ষার আগে ও পরে রানওয়ে রক্ষণাবেক্ষণ করা হয়। এবছর বর্ষা শুরুর আগে কমপক্ষে ৬ মাস আগে মুম্বই বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন হয়েছিল। যেকোন রকম সমস্যা ও বিমানের টেকঅফ ও অবতরণ ঠিকমত হওয়ার দিকে লক্ষ্য রাখতেই এই ব্যবস্থা। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন-পুজোতে ৮ হাজার পুলিশকর্মী নামছে শহরে, থাকছে ৫১টি ওয়াচ টাওয়ার

প্রসঙ্গত, মুম্বই বিমানবন্দরে প্রতিদিন ৯০০টি বিমান ওঠা-নামা করে। এক টানা এতক্ষন বিমান চলাচল বন্ধ থাকলে পরিস্থিতি খুব সঙ্কটপূর্ণ হয়ে যায় বলাই বাহুল্য। এই অবস্থায় যাত্রীদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

Latest article