প্রতিবেদন : ইডি এবং সংবাদমাধ্যমের ক্ষমতায় রাশ টানল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) আবেদনের ভিত্তিতে এক মামলার শুনানিতে বেনজির নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আদালত স্পষ্টভাষায় জানিয়ে দিল, এবার থেকে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় অর্থাৎ সার্চ অ্যান্ড সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না। শুধু তাই নয়, অভিযানের বিষয়ে ইডি আগে থেকে কিছুই জানাতে পারবে না মিডিয়াকে। তল্লাশির সময় মিডিয়াকে সঙ্গেও নিতে পারবে না ইডি। আদালতের নির্দেশ, সার্চ অ্যান্ড সিজারের সময় কোনও কিছু প্রকাশ্যে আনা চলবে না। অভিযুক্ত, সন্দেহভাজন বা সাক্ষী— কারও ছবিই ব্যবহার করা যাবে না মিডিয়ায়। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) আবেদনের ভিত্তিতেই এই বেনজির নির্দেশ হাইকোর্টের। আবেদনকারীর অভিযোগ ছিল, গোপনীয়তা খর্ব করা হচ্ছে তাঁর। আদালতের বেঁধে দেওয়া গাইডলাইনে বলা হয়েছে—
* চার্জশিটের আগে কোনও অভিযুক্তের নাম ও ছবি প্রকাশ করা চলবে না।
* তদন্তকারী সংস্থা প্রেস রিলিজ প্রকাশ করতে পারবে।
* সার্চ অপারেশনের লাইভ সম্প্রচার চলবে না।
* সিজার লিস্ট প্রকাশ করা চলবে না। সম্প্রচার করা যাবে না সিজার করা সামগ্রীর ছবিও।
এই নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট মিডিয়ার আধিকারিকরাই দায়ী থাকবেন বলে জানিয়ে দিয়েছে আদালত। মামলার পরের শুনানি জানুয়ারিতে। তখনই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
আরও পড়ুন- জনতার মাঝে আবেগে ভাসলেন বিশ্বজয়ী