প্রতিবেদন: গোয়ার বিজেপি সরকার দুর্নীতিতে ডুবে আছে। এই দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলাতেই গোয়ার রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। শুধু অভিযোগ তোলাই নয়, এই বিষয়ে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল পদে আসীন বিজেপি- ঘনিষ্ঠ বলে পরিচিত সত্যপালের এই বিবৃতি প্রকাশ্যে আসার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগ ও তদন্তের দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সত্যপালের বক্তব্য তুলে ধরে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুন-পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় রাস্তায় মিছিল তৃণমূল কংগ্রেসের
বিজেপির সরকার প্রসঙ্গে ঠিক কী বলেছেন গোয়ার প্রাক্তন রাজ্যপাল?
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সত্যপাল মালিক বলেন, আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট। গোয়ার বিজেপি সরকার সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। সব ক্ষেত্রেই বিরাট দুর্নীতি চলছে। আর এর প্রতিবাদ করাতেই গোয়ার রাজ্যপালের পদ থেকে সরানো হয়েছিল আমাকে। সত্যপাল মালিক বলেন, আমি একসময় চরণ সিংয়ের সঙ্গে সময় কাটিয়েছি, আমি দুর্নীতি সহ্য করতে পারি না। গোয়া সরকারের ঘরে ঘরে রেশন বিতরণের পরিকল্পনা ছিল অবাস্তব। সরকারকে অর্থ প্রদানকারী একটি বিশেষ কোম্পানিকে সুবিধা পাইয়ে দিতেই এটি করা হয়েছিল। আমাকে কংগ্রেস সহ অনেকে বলেছিল তদন্তের জন্য। আমি নিজে বিষয়টি তদন্ত করে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। অথচ তারপরেও এতে গুরুত্ব দেওয়া হয়নি। গোয়ার প্রাক্তন রাজ্যপাল আরও বলেন, বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা আছে যেখান থেকে বহু ট্রাক খনিতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হত। করোনা পরিস্থিতির কারণে আমি তখন এই কাজ বন্ধ করতে বলেছিলাম। কিন্তু রাজ্য সরকার আমার কথা শোনেনি। আর তার পরেই দেখা গেল এলাকাটি কোভিডের হটস্পট হয়ে উঠল। সত্যপালের কথায়, গোয়া সরকারের দুর্নীতি নিয়ে আমি প্রকাশ্যে কোনওরকম রাজনৈতিক হইচই করিনি। কিন্তু পরিস্থিতি এখন আমাকে প্রকাশ্যে এই সব বিষয় বলতে বাধ্য করছে।
আরও পড়ুন-কাটোয়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি
প্রাক্তন রাজ্যপালের এই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পরই গোয়া সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, গোয়ার প্রাক্তন রাজ্যপাল যিনি বিজেপি সরকার দ্বারা নিযুক্ত, তিনি নিজে অভিযোগ করছেন গোয়ার সরকার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। রাস্তাঘাট-খনি-রেশন এমনকি করোনা পরিস্থিতি নিয়েও গোয়ায় দুর্নীতি হয়েছে। গোটা সরকার দুর্নীতিতে জর্জরিত। গোয়ার মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। তৃণমূল কংগ্রেসের দাবি, ৭২ ঘণ্টার মধ্যে গোয়ার দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। গোটা ঘটনার উচ্চস্তরের তদন্ত হোক সুপ্রিম কোর্টের কোনও প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে। স্বাধীনতার পর থেকে এমন ঘটনা ঘটেনি যেখানে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চাইছেন তুলছেন সেখানকারই প্রাক্তন রাজ্যপাল।