আজ ২২শে অক্টোবর ২০২৩ মহাষ্টমী (Astami)। অষ্টমী মানেই দুর্গাপুজোর (Durgapuja) মাঝামাঝি এসে গেল। এই সময়ে সব বয়সী মানুষের হৃদয়ে এখন একপ্রকার বাঁধভাঙা আনন্দের জোয়ার লক্ষ্য করা যায়। গতকাল দুর্গতিনাশিনী মা দুর্গার নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে মহাসপ্তমী পূজা হয়। তবে সব কিছুর মাঝেও মহাঅষ্টমীতে শহরের বুকে সকাল থেকেই জনজোয়ার। শুধু তাই নয় এই দিন থেকে গ্রাম থেকেও মানুষ আসে শহরের বুকে পুজো দেখতে।
আরও পড়ুন-পুজো পরিক্রমা, যাত্রা হল শুরু
এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকল রাজ্যবাসীকে মহাঅষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি লেখেন, ‘শুভ মহাষ্টমী! দুর্গা অষ্টমীর পবিত্র দিনে, আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অষ্টমীর অঞ্জলির মাধ্যমে মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনকে ভালবাসা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দিয়ে পূর্ণ করুক।’
Shubho Maha Ashtami!
On the revering day of Durga Ashtami, I extend my heartfelt greetings to all of you.
May the blessings of Maa Durga fill our lives with love, prosperity, and good health as we offer Ashtami Anjali.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 22, 2023