ফুচকার মণ্ডপ থেকে উধাও ফুচকা, ঘুম উড়ল উদ্যোক্তাদের

এই ফুচকার মণ্ডপ তৈরি করেছেন শিল্পী অয়ন সাহা। কিন্তু এবার এই থিম উদ্যোক্তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে একপ্রকার।

Must read

বাঙালির অন্যতম প্রেম হল ফুচকা (phuchka)। এবার সেই ফুচকা একেবারে হাতের সামনে বিনা পয়সায়। বেহালা নতুন দলের (Behala Natun Dal) মণ্ডপ এবার তৈরী হয়েছিল ফুচকা দিয়ে। মণ্ডপের চারদিকে ঝুলছে ফুচকা। প্রতিমা বড় ফুচকার মধ্যে। সাথে রয়েছে টকজলের হাঁড়ি। এই ফুচকার মণ্ডপ তৈরি করেছেন শিল্পী অয়ন সাহা। কিন্তু এবার এই থিম উদ্যোক্তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে একপ্রকার।

আরও পড়ুন-মহাষ্টমীতে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

সপ্তমীতে মণ্ডপজুড়ে ছিল জনজোয়ার। এর মাঝেই কিছুক্ষণ পরে পরেই দেখা যাচ্ছে কিছু ফুচকা উধাও। দর্শনার্থীরা খেয়ে ফেলছেন সেটা না হলেও অনেকেই দেখার চেষ্টা করছেন ফুচকাগুলি আসল না নকল! এরপরেই কিছুটা হলেও নিয়ে ফেলছেন। আর এইভাবে ফুচকা তুলে নেওয়া মানে মণ্ডপের সাজসজ্জা কার্যত নষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন-পুজো পরিক্রমা, যাত্রা হল শুরু

বেহালা নতুন দলের উদ্যোক্তারা দর্শনার্থীদের কাছে অনুরোধ করেছেন। কিন্তু কে শোনে কার কথা! কিন্তু সমস্যা হল এই ফুচকা খেলে রীতিমত শারীরিক সমস্যা হতে পারে কারণে মণ্ডপে ব্যবহারের জন্য অনেক কিছু ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, নীচের দিকে থাকা ফুচকা ক্রমশ উধাও। অষ্টমী, নবমী, দশমী বাকি কিন্তু এর মধ্যেই ফুচকার মণ্ডপের অবস্থা দেখে রীতিমত চিন্তায় উদ্যোক্তারা। যেখানে থিম ফুচকা সেখানে সেই ফুচকাই যদি দিনের শেষে এভাবে উধাও হতে থাকে তবে শেষ বেলায় তো সম্পূর্ণ মণ্ডপ অর্থহীন হয়ে পড়বে।

Latest article