প্রতিবেদন : উৎসবে মাতোয়ারা বাংলা। বাঙালির বড় উৎসবে মহানগর কলকাতায় ঢল নেমেছে দর্শনার্থীদের। এরই মধ্যেই কলকাতায় জঙ্গি হামলা হতে পারে বলে সতর্কবার্তা জারি করল কলকাতা পুলিশ। সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে।
মহা উৎসবের মধ্যে আচমকাই জঙ্গি হামলার বার্তা আসায় শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
‘মাল্টি এজেন্সি সেন্টার’ বা ‘ম্যাক’-এর তরফে এই হামলার বার্তা জানানোর পরই কলকাতা পুলিশ সতর্ক। পুলিশের পক্ষ থেকে থানাগুলিকে সতর্কবার্তা পাঠানো হলেও লালবাজারের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। কোথায় হামলা হতে পারে তা নিয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
বিশেষ সতর্কতার কারণে পুজোর কলকাতায় অতিরিক্ত আট হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে ১৮ জন এসিপি পদমর্যাদার আধিকারিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এর সঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও দায়িত্বে রয়েছেন। ১৬টি কুইক রেসপন্স টিমও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ৫১টি নজরমিনার থেকে নজরদারি চালানো হচ্ছে। এতসব ব্যবস্থা সত্ত্বেও জঙ্গি হানার সতর্কতা আসায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, যে কোনও পরিস্থিতির জন্য তারা তৈরি।