সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি

Must read

ভারতীয় সেনার গুলিতে খতম দুই জঙ্গি। ব্যর্থ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। রবিবার নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, সেনার এক মুখপাত্র। জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) উরি সেক্টরের ঘটনা।

জানা গিয়েছে, এদিন জঙ্গি অনুপ্রবেশের খবর গোপন সূত্রে পেয়েছিল সেনা। এরপর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ দল এবং সেনার যৌথ বাহিনী নজরদারি চালাচ্ছিল উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায়। সেইসময় দুই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করলে যৌথ বাহিনীর গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, সশস্ত্র জঙ্গিদের একটি দল ভোর রাতের দিকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে (Jammu Kashmir) ঢোকার চেষ্টা করে। তখনই বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। তাতেই দুই জঙ্গির মৃত্যু হয়। ঘটনার পর থেকেই উরি সেক্টরের ওই এলাকায় কড়া নজরদারি চলছে। পাশাপাশি জঙ্গিদের থেকে ২টো একে সিরিজের রাইফেল, ৬টি পিস্তল, চারটি চাইনিজ গ্রেনেড, কম্বল এবং রক্তভেজা দুটি ব্যাগ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- মহানগরে জঙ্গি হামলার আশঙ্কা, নজরদারি বাড়াল কলকাতা পুলিশ

Latest article