পুজোর কলকাতায় তৃণমূলের বুক স্টল, সংখ্যায় পিছিয়ে সিপিএম, বিজেপি

Must read

প্রতিবেদন : প্রতিবছরের মতো এবার পুজোয় শহর থেকে জেলা, বিভিন্ন জায়গায় বইয়ের স্টল দিয়েছে রাজনৈতিক দলগুলি। এবছর অন্যান্য দলের তুলনায় শাসক তৃণমূলের স্টলের (TMC book stalls) সংখ্যা অনেকটাই বেশি। কলকাতার প্রায় সমস্ত ওয়ার্ডে এবার বইয়ের স্টল দিয়েছে তৃণমূল। সবমিলিয়ে শুধু কলকাতাতেই শাসক দলের (TMC book stalls) বুক স্টলের সংখ্যা দেড়শোর বেশি। গোটা রাজ্য ধরলে কয়েক হাজার স্টল করেছে তৃণমূল। সিপিএমের স্টলের সংখ্যা তৃণমূলের থেকে কম। আর বিজেপি সিপিএমের থেকেও পিছিয়ে। তৃণমূলের স্টল থেকে পাওয়া যাচ্ছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন ছড়া, কবিতার বই এবং অন্যান্য লেখালেখি। পাওয়া যাচ্ছে জাগোবাংলার বিভিন্ন সময়ের একাধিক সংখ্যা এবং চলতি বছরের উৎসব সংখ্যাও।

আরও পড়ুন- নামখানার শিবমন্দিরের পুজো শুরু ১৩৫৮ সালে

Latest article