নেতাদের যেতে বাধা পুলিশের, ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল

Must read

আগরতলা : আবার ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস। এবার অমরপুরে। মঙ্গলবার আগরতলা থেকে অনেকটাই দূরে পাহাড়ি এলাকা অমরপুরের নতুনবাজারে তৃণমূলের ঘোষিত সভা ছিল। তাতে সহস্রাধিক মানুষের তৃণমূলে যোগদানের কথাও ছিল। এনিয়ে সকাল থেকে উৎসাহ প্রবল।

কিন্তু দুপুরে সভামুখী সমর্থকদের উপর হামলা শুরু করে বিজেপি। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জখম হন তিনজন। এলাকা তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই খবর আসে সভায় প্রায় এসেই পড়েছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ত্রিপুরা তৃণমূল স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকরা।

আরও পড়ুন : লখিমপুরকাণ্ড নিয়ে ফের প্রশ্ন সুপ্রিম কোর্টের

তাঁদের আসার পথে তৃণমূল কর্মীরা বহু এলাকায় তাঁদের স্বাগত জানান। কিন্তু সভাস্থলের কিছু আগে তাঁদের আটকে দেয় পুলিশবাহিনী। বলা হয় এগনো যাবে না। এসডিপিওকে কুণালরা বলেন, আগাম জানানো সভায় কেন যাওয়া যাবে না? তিনি বলেন, ‘‘উপরতলার নির্দেশ। এর বেশি জানি না। বলতে পারব না।’’

সুবলবাবু ওখান থেকেই ঘটনাস্থলে খবর পাঠান কোনও প্ররোচনায় পা না দিতে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা থানায় গিয়ে অভিযোগ করেন। কিন্তু কুণালদের বাধা দিয়ে আটকে রাখে পুলিশ। উত্তেজিত তৃণমূল কর্মীদের শান্ত করেন সুবল।
এরপর সন্ধ্যায় আগরতলায় এক সাংবাদিক বৈঠকে বিজেপিকে তুলোধোনা করেন কুণাল, সুবল। তাঁরা বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা দিয়ে শুরু। কেউ গ্রেফতার হয়নি। বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে।’’
বুধবার আগরতলা শহরে জনসভা করবে তৃণমূল। জেলাতেও কর্মসূচি আছে। পুরভোটে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও চলছে। বিজেপির ধারাবাহিক আক্রমণ ও প্ররোচনা উপেক্ষা করে শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন : নেতাদের যেতে বাধা পুলিশের, ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল

এদিন ত্রিপুরার যুব তৃণমূল নেতা মামন খানের উপর বিজেপির গুন্ডাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে  আগরতলায় পুলিশের সদর দফতরে স্মারকলিপি দিয়ে বিক্ষোভ দেখায় ত্রিপুরা তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতার এসএসকেএম হাসপাতালে ডায়ালিসিস চলছে গুরুতর অসুস্থ মামনের। তাঁর জন্য উদ্বেগে দল।

 

 

Latest article