জয় শ্রীরাম বললেই কি কমে যাবে তেলের দাম? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের

Must read

আগরতলা : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে ভোজ্যতেল। দামে আগুন। লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে তীব্র সংকটে জনজীবন। এরই প্রতিবাদে ত্রিপুরায় পথে তৃণমূল। মঙ্গলবার আগরতলায় মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপির উদ্দেশে মোক্ষম প্রশ্ন ছুঁড়লেন তৃণমূল নেতৃত্ব। ছিলেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক-সহ নেতারা। বিজেপি শাসিত রাজ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, বিজেপি দাবি করে জয় শ্রীরাম বললেই নাকি সব সমস্যার সমাধান! তাহলে এই পেট্রোলপাম্পে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি দিলেই কি কম দামে পেট্রোল-ডিজেল পাওয়া যাবে? আসলে বিজেপি চায় রুটি-কাপড়া-মকানের জ্বলন্ত ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্ম নিয়ে রাজনীতি করতে। তৃণমূল কংগ্রেস তা করে না। ধর্ম থাকুক ধর্মের জায়গায়। মানুষের সমস্যা নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাব।

Latest article