লখনউ, ২৮ অক্টোবর : ছয়ে ছয় করার লক্ষ্যে রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত শর্মার ভারত। জস বাটলারের দল পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে পয়েন্ট টেবলের ৯ নম্বরে গতবারের চ্যাম্পিয়নরা। কোণঠাসা ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া করতে চায় না টুর্নামেন্টে এখনও অপরাজিত মেন ইন ব্লু।
আরও পড়ুন-উৎসবের আলো
নবাবের শহরে একানা স্টেডিয়ামের পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে থাকে। তাই বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের ফেরাটা কার্যত নিশ্চিত। নেটে গত কয়েকদিন বোলিংয়ের পাশাপাশি লম্বা সময় ধরে ব্যাটিংও করেছেন তারকা স্পিনার-অলরাউন্ডার।
আরও পড়ুন-তোমরা যে বলো, লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে কারে কয়?
হার্দিক পান্ডিয়া না থাকায় একজন ব্যাটসম্যান কম থাকছে ভারতের। কারণ, হার্দিকের মানের পেস বোলিং অলরাউন্ডার খেলানোর সুযোগ নেই রোহিতদের সামনে। তাই ব্যাটে-বলে ব্যর্থ শার্দূল ঠাকুরের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ শামিকে খেলানো হয়েছে। হার্দিকের পরিবর্ত হিসেবে ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার যাদবকে খেলানো হয়। শামি দলে ফিরেই পাঁচ উইকেট নিয়ে দলকে জেতানোয় বড় ভূমিকা নিয়েছেন। কিন্তু রবিবার বাটলারদের বিরুদ্ধে ফের টিম কম্বিনেশনে বদল আনতেই হবে। প্রথমত, ইংল্যান্ডের টপ ও মিডল অর্ডারে দাভিদ মালান, বেন স্টোকস, মইন আলির মতো বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছেন। দ্বিতীয়ত, উঁচু মানের স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ড ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। স্টোকসদের ধরাশায়ী করে শ্রীলঙ্কার স্পিনাররাই আগের ম্যাচে তা দেখিয়ে দিয়েছে। সেটা দেখেই হয়তো আরও উৎসাহী ভারত। তাই অশ্বিনকে খেলিয়ে বাটলারদের চাপের প্রেশার কুকারে রাখতে চায় রোহিত অ্যান্ড কোং।
আরও পড়ুন-ননসেন্স সাহিত্যের রাজপুত্র
পেস বোলিংয়ের সঙ্গে ঘূর্ণির আঘাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের দুঃস্বপ্নের কাপ অভিযানে আরও যন্ত্রণা দিতে চায় ভারত। শুক্রবার অপশনাল প্র্যাকটিস থাকায় মাঠে আসেননি। কিন্তু বৃহস্পতিবার এবং শনিবার নেটে নিজের বোলিং অস্ত্রে শান দিয়েছেন অশ্বিন। তারকা স্পিনার খেললে ভারতীয় ব্যাটিংয়ের লেজও ছোট হবে। অশ্বিনকে প্রথম একাদশে জায়গা করে দিতে গিয়ে শামি অথবা মহম্মদ সিরাজকে বলিদান দিতে হবে। এছাড়া উপায়ও নেই। কিন্তু ধরমশালায় কিউয়িদের বিরুদ্ধে ওই বোলিং বিক্রমের পর শামিকে বসিয়ে রাখারও যে উপায় নেই। সেক্ষেত্রে বসাতে হয় মহম্মদ সিরাজকে। এখন দেখার, ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন-দুঃখবিলাসী উমার দালান
ব্যাটিং নিয়ে অবশ্য ভারতের চিন্তা নেই। টপ অর্ডারে প্রাক্তন ও বর্তমান দুই অধিনায়কই দুরন্ত ফর্মে রয়েছেন। ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হয়ে শুভমন গিল শুরুটা খারাপ করছেন না। তবে বড় রানের খোঁজে তরুণ ওপেনার। একমাত্র চার নম্বরে শ্রেয়স আইয়ার এখনও ভরসা দিতে পারেননি। তবু হার্দিক না থাকায় তিনিও আপাতত লাইফলাইন পাবেন। হার্দিকের অনুপস্থিতিতে সূর্যও যেহেতু খেলছেন, প্রথম একাদশে ফেরার অপেক্ষা বাড়ছে ঈশান কিশানের। টপ ও মিডল অর্ডার পরিস্থিতি সামলে দেওয়ায় বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয় টেল এন্ডার পরীক্ষার মুখে পড়েনি। তাই ব্যাট হাতেও কুলদীপ, শামিরা নিজেদের তৈরি রাখছেন।