আই লিগে আজ নামছে মহামেডান

কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করে রবিবার আই লিগে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং।

Must read

প্রতিবেদন : কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করে রবিবার আই লিগে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং। নৈহাটি স্টেডিয়ামে ডেভিড লাললানসাঙ্গাদের প্রতিপক্ষ আইজল এফসি। মহামেডান প্রচণ্ড সমীহ করছে পাহাড়ের দলটিকে। আইএসএলে খেলার লক্ষ্যে এবার আই লিগকে ফোকাস করছে সাদা-কালো ব্রিগেড। চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য মহামেডানের।

আরও পড়ুন-গতি ও ঘূর্ণিই আজ অস্ত্র রোহিতদের

আইজলের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই নতুন লিগে অভিযান শুরু করতে চায় মহামেডান। কলকাতা লিগে সাদা-কালোর গোলমেশিন ডেভিড আই লিগেও দলের বড় ভরসা হতে যাচ্ছেন। এবার অবশ্য বিদেশি খেলোয়াড়রাও ডেভিডের পাশে থাকবেন। তাই মণিপুরী স্ট্রাইকারের জন্য বাড়তি সুবিধা হবে। মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ বললেন, ‘‘ডেভিড নিজেকে প্রথম সুযোগেই এখানে প্রমাণ করেছে। কলকাতা লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আই লিগে আরও গোল করে দলকে জেতাতে সাহায্য করবে বলেই আমার বিশ্বাস। তবে ওকে আরও উন্নতি করতে হবে।’’ মহামেডান দলে প্রিন্স ওপোকু, অ্যালেক্সিস গোমেজের মতো বিদেশি স্ট্রাইকারের পাশাপাশি ঘানার ডিফেন্ডার যোশেফ আদজেই এবং উজবেকিস্তানের মিডফিল্ডার মিরজালোল কোসিমোভ রয়েছেন।

আরও পড়ুন-তোমরা যে বলো, লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে কারে কয়?

আইজল অবশ্য মহামেডানের বিরুদ্ধে দু’জনের বেশি বিদেশিকে পাবে না। তবে শেখ সাহিল, কিমকিমার মতো চেনা ফুটবলাররা রয়েছে দলে। মহামেডানকে হারিয়ে চমক দিতে তৈরি তারা। আইজল এফসি-র কোচ এরোল আকবে বলেছেন, ‘‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আশা করি, ছেলেরা নিজেদের নিজেদের সেরাটা দেবে।’’

Latest article