জালিয়াতি, ইডি ধরল বিশ্ববিদ্যালয়ের তিন শীর্ষ কর্তাকে

সূত্রের খবর, প্যারাবোলিক ড্রাগস লিমিটেড এবং এর ডিরেক্টর প্রণব গুপ্তা এবং বিনীত গুপ্তা ১,৬০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করেছেন।

Must read

প্রতিবেদন : ১৬০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার অশোকা বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা সহ মোট ৩ জন। শনিবার অশোকা বিশ্ববিদ্যালয়ের (Ashoka University) দুই সহ-প্রতিষ্ঠাতা, প্রণব গুপ্ত, বিনীত গুপ্ত এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এস কে বনশলকে কেন্দ্রীয় সংস্থা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-এর অধীনে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-আই লিগে আজ নামছে মহামেডান

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সঙ্গে সম্পর্কিত আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে দায়ের করা মামলায় শুক্রবার দেশের ১৭টি স্থানে তল্লাশি চালায়। সূত্রের খবর, প্যারাবোলিক ড্রাগস লিমিটেড এবং এর ডিরেক্টর প্রণব গুপ্তা এবং বিনীত গুপ্তা ১,৬০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করেছেন। অশোকা বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা প্রণব গুপ্তা এবং বিনীত গুপ্তা সহ তিনজনকে প্যারাবোলিক ড্রাগস মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তিনজনকে ম্যাজিস্ট্রেট আদালত পাঁচদিনের ইডি হেফাজতে পাঠিয়েছে।

Latest article