সমাজমাধ্যমে অশ্লীল পোস্ট, কোন ব্যাখ্যা দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট?

এরপরই সোশ্যাল মিডিয়ায় ‘উসকানিমূলক’ বার্তা লাইক করার জন্য তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল যোগীরাজ্যের পুলিশ।

Must read

প্রতিবেদন : সমাজমাধ্যমে একাধিক ঘটনা ভাইরাল হয় রোজ। অনেকেই জেনে বা না জেনে সেইসব শেয়ার করেন। কিন্তু অশ্লীল কোনও পোস্ট লাইক বা শেয়ার করলে কী হবে? এক মামলায় এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ, সমাজমাধ্যমে ‘অশ্লীল’ পোস্টে লাইক করা অপরাধ নয়। কিন্তু কেউ যদি এই ধরনের পোস্ট শেয়ার করেন তবে তা অবশ্যই শাস্তিমূলক অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন-জালিয়াতি, ইডি ধরল বিশ্ববিদ্যালয়ের তিন শীর্ষ কর্তাকে

আগ্রার মহম্মদ ইমরান কাজি নামে এক ব্যক্তি বেআইনি সমাবেশ সম্পর্কিত অন্য এক ব্যক্তির শেয়ার করা পোস্টে লাইক দিয়েছিলেন। আর সেই কারণে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। হাইকোর্টের সেই মামলায় বিচারপতি অরুণকুমার সিং দেশওয়াল অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তি আইনের অধীনে অশ্লীল বিষয়বস্তু কাউকে পাঠানো অপরাধ। তবে এই মামলায় অভিযুক্ত ব্যক্তি জনৈক ফরহান উসমানের পোস্ট করা একটি বেআইনি সমাবেশের পোস্টে লাইক করেছেন মাত্র। এটা কোনওভাবে অপরাধ হতে পারে না। কোনও পোস্টে লাইক করলে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যাবে না। অশ্লীল এবং উসকানিমূলক কনটেন্টের ক্ষেত্রেও এই একই পর্যবেক্ষণ বিচারপতির।

আরও পড়ুন-আই লিগে আজ নামছে মহামেডান

মহম্মদ ইমরান কাজির বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেখানে অভিযোগ ওঠে যে বিনা অনুমতিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জনকে নিয়ে মুসলিম সম্প্রদায়ের একটি মিছিলের আয়োজন করা হয়। আর সেই বেআইনি সমাবেশের পোস্টেই লাইক করেছিলেন ইমরান। এরপরই সোশ্যাল মিডিয়ায় ‘উসকানিমূলক’ বার্তা লাইক করার জন্য তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল যোগীরাজ্যের পুলিশ।

Latest article