গাজায় (Gaza) এয়ার স্ট্রাইক ছাড়াও স্থলপথেও ইজরায়েল (Israel) হামলা শুরু করেছে। ইতিমধ্যেই গাজার উত্তর দিকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের রকেট হামলার পর থেকেই যুদ্ধপরিস্থিতি তৈরী হয়েছে। ইজরায়েলের এই আক্রমণের ফলে গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ইজরায়েলি হানায় গাজাতে এখনও পর্যন্ত কমপক্ষে ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশিরভাগই শিশু। উল্টোদিকে হামাসের হানায় নয় নয় করে ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-বিহারের কংগ্রেস বিধায়কের বাড়িতে ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ইজরায়েলের সঙ্গে হামাস বাহিনীর যুদ্ধর ২৩ তম দিন। এবার স্থলপথে হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিষয়ে জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে ‘দ্বিতীয় দফার’ যুদ্ধ শুরু করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। হামাসকে ‘মাটির উপর এবং মাটির নীচ’ থেকে শেষ করতে এই হামলা। ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) গাজাবাসীর জন্য সতর্কবার্তা দিয়েছে। আইডিএফ-এর এক মুখপাত্র গাজা সিটি এবং গাজার উত্তরাংশের সকল বাসিন্দাদের গাজার দক্ষিণাংশে সরে যেতে অনুরোধ করেছেন। গাজাবাসীর উদ্দেশে তিনি অনুরোধ করেন, “হামাসের ঢাল হয়ে নিজেদের জীবন বিপন্ন করে তুলবেন না।” আগামী কয়েক দিনে গাজার বেশিরভাগের একই পরিণতি হবে বলে মনে করা হচ্ছে।