বিহারের কংগ্রেস বিধায়কের বাড়িতে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পুলিশের একটি দল পীযূষ সিং-এর মৃতদেহ একটি ঘরে পড়ে থাকতে দেখে যা গোলু সিংয়ের ঘর।

Must read

শনিবার বিহারের (Bihar) নওয়াদা জেলায় কংগ্রেস বিধায়ক নীতু সিংয়ের বাড়িতে ২৪ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। সূত্রের খবর, মৃতের নাম পীযুষ সিং। পীযূষ সিং ছিলেন নীতু সিংয়ের দূর সম্পর্কের আত্মীয়। নওয়াদার পুলিশ সুপার (এসপি) অমব্রিশ রাহুল জানিয়েছেন নীতু সিং নারহাটে তার বাড়িতে ছিলেন না যখন পুলিশ লাশটি তাঁর বাড়ি থেকে পায়।

আরও পড়ুন-শ্রীলঙ্কার জলসীমানায় ৩৭ ভারতীয় জেলেকে আটক, বাজেয়াপ্ত নৌকা

নীতু সিং গত কয়েকদিন ধরে পাটনায় ছিলেন এবং ঘটনার সময় পরিবারের অন্য কোনও সদস্যও সেখানে ছিলেন না। এসপি এই মর্মে জানান, পুলিশ বিকেল ৪.৩০ নাগাদ বিধায়কের বাড়িতে মৃতদেহের খবর পায়, যার পরে একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের একটি দল পীযূষ সিং-এর মৃতদেহ একটি ঘরে পড়ে থাকতে দেখে যা গোলু সিংয়ের ঘর। পরে, পুলিশ মামলার তদন্তের জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াড দলকেও ডেকেছিল।

আরও পড়ুন-শুষ্ক আবহাওয়া বাংলায়, কবে নামবে পারদ

গোলু সিং, যার ঘরে মৃতদেহ পাওয়া গেছে, তিনি নীতু সিংয়ের শ্যালক সুমন সিং এবং কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি আভা সিংয়ের ছেলে। পীযূষ সিংও বিধায়কের পরিবারের সাথে যথেষ্ট ঘনিষ্ট ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টায় পীযূষ সিং গোলু সিংয়ের বাড়িতে গিয়েছিলেন এবং বাড়ি ফেরেননি। রাতেই পীযূষ সিংকে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন-কেরলের এর্নাকুলামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১

এসপি এই বিষয়ে বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ নীতু সিংয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক ধারণার ভিত্তিতে, আমরা গোলু সিংকে সন্দেহ করছি। এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজন পলাতক রয়েছে। ময়নাতদন্তের পরে, আমরা ঠিক কখন ঘটনাটি ঘটেছে তা জানতে পারব।’

Latest article