পথ দুর্ঘটনায় রাজস্থানে একই পরিবারের ৭ জনের মৃত্যু

জানা গিয়েছে, মৃতেরা সকলেই একই পরিবারের সদস্য। শনিবার রাতে একটি অনুষ্ঠান থেকে গাড়ি করে ফিরছিলেন ওই পরিবারের সদস্যরা।

Must read

রাজস্থানের (Rajasthan) হনুমানগড় জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন।। জানা গিয়েছে, মৃতেরা সকলেই একই পরিবারের সদস্য। শনিবার রাতে একটি অনুষ্ঠান থেকে গাড়ি করে ফিরছিলেন ওই পরিবারের সদস্যরা। একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাত জনের। দুজন গুরুতর আহত অবস্থায় থাকায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-গাজায় মৃতের সংখ্যা ৮ হাজার অতিক্রম করল, অধিকাংশ শিশু

পুলিশ সূত্রে খবর দুর্ঘটনায় মৃতেরা হলেন পরমজিৎ কৌর (৬০), পরমজিৎ কৌর (২২), খুশবিন্দর সিং (২৫), মনোজ সিং (৫), রীনা (৩৫), রামপাল (৩৬),এবং রিত (১২)। গুরুতর আহত অবস্থায় বিকানের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আকাশদীপ সিং (১৪) এবং মানরাজ কৌর (২)।

আরও পড়ুন-বিহারের কংগ্রেস বিধায়কের বাড়িতে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

অন্যদিকে, পথ দুর্ঘটনায় উত্তর প্রদেশের বালিয়াতে চার জনের মৃত্যু হয়েছে । এর ফলে আহত হয়েছেন ৮ জন। অটো রিক্সার সঙ্গে একটি গাড়ির ধাক্কায় এই ঘটনা হয়েছে বলে সূত্রের খবর। আহতরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে বালিয়ার পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, “মৃত এবং আহতেরা রাঁধুনীর কাজ করেন। একটি গ্রামে বিয়েবাড়িতে রান্নার কাজ করে ফিরছিলেন। সে সময়ই দুর্ঘটনা ঘটেছে। অটোরিক্সা দাঁড়িয়েছিল। সে সময়ই একটি গাড়ি এসে ধাক্কা মারে। তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা।”

Latest article