বেগুসরাইয়ে ‘বিস্কুট ও চিপস’ চুরির সন্দেহে ৪ জন নাবালককে মারধর

বলা হয়েছে নাবালক কয়েকজন ছেলে ফাজিলপুর গ্রামের একটি ছোট দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট এবং কুরকুরে চিপসের প্যাকেট চুরি করেছিল।

Must read

শনিবার বিহারের (Bihar) বেগুসরাই (Begusarai) জেলায় চুরির সন্দেহে চার নাবালককে গ্রামবাসীরা নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বলা হয়েছে নাবালক কয়েকজন ছেলে ফাজিলপুর গ্রামের একটি ছোট দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট এবং কুরকুরে চিপসের প্যাকেট চুরি করেছিল। দোকানের মালিক তাদের ধরে ফেলে এবং শীঘ্রই বিপুল সংখ্যক গ্রামবাসী ওই স্থানে জড়ো হয়। এরপরেই তারা ছেলেগুলিকে একটি খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে মারধর করে। বীরপুর থানার একটি দল খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের বিতর্কের পর ছেলেগুলিকে উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন-পথ দুর্ঘটনায় রাজস্থানে একই পরিবারের ৭ জনের মৃত্যু

বীরপুর থানার এসএইচও পল্লভ কুমার এই বিষয়ে বলেছেন, “আমরা হতাহতদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম। আমরা তাদের অভিভাবকদেরও জানিয়েছি এবং তাদের হস্তান্তর করেছি। তারা কারো বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দেয়নি। এরকম কোনও ভিডিও আপলোড করা হয়েছে কিনা তা খুঁজে বের করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি তদন্ত করছি।”

Latest article