প্রতিবেদন : চোখ বন্ধ থাকা অবস্থায় এক মিনিটে ১০০টি দেশের রাজধানী, ভারতের সব ক’টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান শহরের নাম অনায়াসে বলে দিতে পারে চার বছরের একরত্তি মেয়ে কোলাঘাটের দ্রিশানী মাজি। তার এই প্রখর স্মৃতিশক্তি অবাক করার মতোই। অথচ বয়স কম বলে এখনও প্রাথমিক স্কুলেই ভর্তি হতে পারেনি সে। কিন্তু মাত্র ১৪ সেকেন্ডে এক নিঃশ্বাসে, চোখ বেঁধে ভারতের ২৮টি অঙ্গরাজ্য ও সেগুলির প্রধান প্রধান শহরের নাম অনায়াসে বলতে পারে দ্রিশানী।
আরও পড়ুন-কলকাতা সহ গোটা রাজ্যে ৭০টি অস্থায়ী বাজার, ময়দানে ফিরছে বাজি-বাজার
এমনকী চোখ বাঁধা অবস্থাতেই এক মিনিটের মধ্যে সে একেবারে ঠিকঠাক বলে দেয় বিশ্বের ১০০টি দেশের রাজধানী-সহ নাম। তার এমন স্মরণশক্তি দেখে আত্মীয়স্বজন থেকে পাড়াপ্রতিবেশী অবাক ও মুগ্ধ। কোলাঘাটের আঁড়র গ্রামের বাসিন্দা গণেশ মাজি দিন আনা দিন খাওয়া মজুর। স্ত্রী মানসী ছোট ছেলেমেয়েদের পড়ান। এই গরিব দম্পতির মেয়ে ছোট্ট দ্রিশানী। জন্মের পর থেকেই তাকে কোলে নিয়ে বা পাশে শুইয়ে রেখেই ছাত্রছাত্রীদের পড়াতেন মানসী। তিন বছরের আগেই অবাক কাণ্ড ঘটাতে থাকে দ্রিশানী। ক্লাস থ্রি-ফোরের পড়ুয়াদের মায়ের পড়ানো শুনে গড়গড় করে সব উত্তর মুখস্থ বলে দিত মেয়ে।
আরও পড়ুন-অন্ধ্রে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণের ঘোষণা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মেয়ের এমন প্রখর স্মরণশক্তি দেখে মানসী তাকে বিশেষ প্রশিক্ষণ ও তালিম দেওয়া শুরু করেন। তার ফলও মেলে হাতে হাতে। দ্রিশানীর এই বিস্ময় প্রতিভার জন্য প্রশংসার পাশাপাশি তাকে ২০২৩ সালের জন্য স্বীকৃতির শংসাপত্র-সহ পুরস্কৃত করে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডস। এ ছাড়াও নানা সংস্থা তাকে পুরস্কৃত করেছে। আর এই জন্য বাবা-মায়ের পাশাপাশি ছোট্ট দ্রিশানী কোলাঘাটকেই গর্বিত করেছে।