গোয়ার ধাঁচে দিঘায় সমুদ্রসফর করাবে প্রমোদতরী

বাংলার ভ্রমণপিপাসু মানুষ হঠাৎ ছুটি পেলেই পাড়ি দেয় সমুদ্রসৈকতে। ঘরের কাছে দিঘার সমুদ্র সেই কারণেই বছরভর ভিড়ে জমজমাট থাকে।

Must read

প্রতিবেদন : বাংলার ভ্রমণপিপাসু মানুষ হঠাৎ ছুটি পেলেই পাড়ি দেয় সমুদ্রসৈকতে। ঘরের কাছে দিঘার সমুদ্র সেই কারণেই বছরভর ভিড়ে জমজমাট থাকে। মধ্যবিত্ত বাঙালির সবথেকে প্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। তাঁরা অনেকেই চাইলেও গোয়া যেতে পারেন না। সম্প্রতি দিঘাতেই বসে যাতে গোয়ার স্বাদ পাওয়া যায় সেই ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। গোয়ার ধাঁচেই এখানে তৈরি হতে চলেছে প্রমোদতরী। পর্যটকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন-খুদে বিস্ময়কন্যা দ্রিশানীর জন্য গর্বিত কোলাঘাট

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই কারণে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এমভি নিবেদিতা প্রমোদতরীটি দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দিয়েছে।‌ এই লঞ্চে চড়ে সমুদ্রযাত্রার আনন্দ চুটিয়ে উপভোগ করতে পারবেন পর্যটকেরা। এতে চেপে সরাসরি যাওয়া যাবে দিঘার মেরিন ড্রাইভ থেকে শৌলা পর্যন্ত মোট ২৯ কিলোমিটার সমুদ্রপথ। পাশাপাশি পর্যটকেরা উপভোগ করতে পারবেন সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রমোদতরীতে থাকবে গোয়ার মতোই বিভিন্ন ধরনের মজাদার বিনোদনের ব্যবস্থা। থাকবে রেস্তোরাঁ ও সেখানকার জিভে জল আনা নানা ধরনের পদ চাখার সুযোগ।‌ জন্মদিন, বিবাহবার্ষিকী উদযাপন বা অন্য কোনও ব্যক্তিগত কারণে কেউ এই প্রমোদতরিটি চাইলে ভাড়াও করতে পারবেন। সেখানে করা যাবে পার্টিও। তবে এখনও পর্যন্ত এই প্রমোদতরীর ভাড়া ও বুকিংয়ের ব্যবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে খুব শিগগিরই সবটাই জানা যাবে বলে খবর মিলেছে।

Latest article